Jio Diwali Dhamaka Offer: কীভাবে একবছর বিনামূল্যে AirFiber পরিষেবা উপভোগ করবেন

Update: 2024-10-11 15:07 GMT

ভারতে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ব্র্যান্ড এই উপলক্ষে নানাধরনের অফারের ঘোষণা করেছে। পিছিয়ে নেই দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio। তারা নিয়ে এসেছে Diwali Dhamaka অফার। এই অফারে জিও একবছর বিনামূল্যে Jio AirFiber ব্যবহারের সুযোগ দেবে। আসুন কীভাবে দিওয়ালি ধামাকা অফারের সুবিধা নিয়ে একবছর Jio AirFiber পরিষেবা উপভোগ করা যাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio Diwali Dhamka Offer: জিও দিওয়ালি ধামাকা অফারের সুবিধা

দিওয়ালি ধামাকা অফারে, জিও একবছরের জন্য এয়ারফাইবার পরিষেবা বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিচ্ছে বলে জানা গেছে। এছাড়াও, গ্রাহকরা রিলায়েন্স ডিজিটাল কুপন পাবেন যা পরবর্তী রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

দিওয়ালি ধামাকা অফারে Jio AirFiber কানেকশন নিলে কি অফার পাবেন

১) গ্রাহকরা জিওফাইবার কানেকশনের সাথে ৮০০-র টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। ফলে বিনোদন নিয়ে চিন্তা থাকবে না।

২) সাথে দেওয়া হবে ১৩টি প্রিমিয়াম ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

৩) বলার অপেক্ষা রাখে না যে, জিও এয়ারফাইবার কানেকশনের সাথে আনলিমিটেড ওয়াই-ফাই এর সুবিধা উপভোগ করা যাবে।

৪) দিওয়ালি ধামাকা অফারে ১,০০০ টাকা ইনস্টলেশন চার্জ মুকুব করবে জিও।

Jio AirFiber এর রিচার্জ প্ল্যান শুরু হয় ৫৯৯ টাকা থেকে

জিও এয়ারফাইবার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানগুলির দাম শুরু হয়েছে প্রতি মাসে ৫৯৯ টাকা থেকে।

৫৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান: এখানে ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, ৮০০+ টিভি চ্যানেল, ১১+১ ওটিটি অ্যাপ ও ওয়াই-ফাই ৬ রাউটার পাওয়া যাচ্ছে।

৮৮৮ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান: ৩০ এমবিপিএস স্পিড, ১১+৩ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন ও ৪কে সেট টপ বক্স।

৮৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান: ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ উপরের সমস্ত সুবিধা।

১,১৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান: ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড, ১১+৪ প্রিমিয়াম ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সহ উপরের সমস্ত সুবিধা।

Jio Diwali Offer কীভাবে সাবস্ক্রাইব করবেন

জিও দিওয়ালি ধামাকা অফারের সুবিধা নিতে অর্থাৎ ‌বিনামূল্যে একবছর জিও এয়ারফাইবার পরিষেবা পেতে আপনাকে ‌নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে -

* প্রথমে জিও ওয়েবসাইট বা জিও আ্যাপ খুলুন।

* এবার মোবাইল ও পিন কোড সহ আপনার এলাকায় সার্ভিস আছে কিনা চেক করুন।

* এবার পছন্দের রিচার্জ প্ল্যান বেছে নিন।

* এবার 'Claim Your Offer' বাটনে ক্লিক করুন।

এরপরেই আপনি জিও এয়ারফাইবার একবছর বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন।

Tags:    

Similar News