Jio AirFiber এর দুর্দান্ত তিনটি প্ল্যান, 300mbps পর্যন্ত স্পিড সহ বিনামূল্যে কলিং ও OTT সাবস্ক্রিপশন
2664 টাকা + জিএসটি সহ তিন মাসের জন্য এই জিও এয়ারফাইবার প্ল্যান রিচার্জ করা যাবে। এখানে 30 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। সাথে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে।
Jio AirFiber Plans: জিও এয়ারফাইবার তাদের গ্রাহকদের সেরা সুবিধা সহ দুর্দান্ত কিছু প্ল্যান অফার করছে। গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক রিচার্জ প্ল্যান ব্যবহারের সুবিধা পান। এই প্রতিবেদনে আমরা জিও এয়ারফাইবারের তিনটি দুর্দান্ত পোস্টপেড প্ল্যান সম্পর্কে জানাবো। এই প্ল্যানগুলিতে 300Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে 1000 জিবি ইন্টারনেট ডেটা। আবার এই প্ল্যানগুলির সাথে 2 বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইটের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে বিনামূল্যে নেটফ্লিক্স ব্যবহারের সুবিধা।
Jio AirFiber এর 888 টাকার প্ল্যান
2664 টাকা + জিএসটি সহ তিন মাসের জন্য এই জিও এয়ারফাইবার প্ল্যান রিচার্জ করা যাবে। এখানে 30 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। সাথে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা 800-র বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন। এছাড়া মিলবে 2 বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইটের ফ্রি সাবস্ক্রিপশন। আবার নেটফ্লিক্স (বেসিক), ডিজনি+ হটস্টার, সোনি লিভ, Zee5 এবং জিও সিনেমা প্রিমিয়ামের সাথে আরও অনেক OTT অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।
Jio AirFiber এর 1199 টাকার প্ল্যান
কোম্পানির এই প্ল্যান তিন মাসের জন্য রিচার্জ করতে 3597 টাকা + জিএসটি দিতে হবে। এখানে গ্রাহকরা 100 এমবিপিএস স্পিড সহ 1000 জিবি ডেটা পাওয়া যাবে। আবার আপনাকে বিনামূল্যে কল করার সুবিধা এবং 800 টিরও বেশি টিভি চ্যানেলে দেখতে হবে। এছাড়া এই প্ল্যানে আপনি 2 বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইটের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। সাথে নেটফ্লিক্স (বেসিক), ডিজনি+ হটস্টার, সোনি লিভ এবং জিও সিনেমা বিনামূল্যে ব্যবহার করা যাবে।
Jio AirFiber এর 1499 টাকার প্ল্যান
আপনি 4497 টাকা + জিএসটি দিয়ে এই জিও প্ল্যানটি তিন মাসের জন্য সাবস্ক্রাইব করতে পারেন। এখানে পাওয়া যাবে 300 এমবিপিএস স্পিড এবং 1000 জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানে ফ্রি কলিং সহ আপনি 800 টিরও বেশি টিভি চ্যানেল দেখতেও পাবেন। বাকি প্ল্যানগুলির মতো এখানে আপনি 2 বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইটের সাবস্ক্রিপশনও পাবেন। আবার এই প্ল্যানে নেটফ্লিক্স (বেসিক), ডিজনি+ হটস্টার, সোনি লিভ, Zee5 এবং জিও সিনেমা প্রিমিয়ামের অ্যাক্সেসও পাওয়া যাবে।