COAI Wants Licence Fee Rduction: ঠেলার নাম বাবাজি, রিচার্জ প্ল্যানের দাম কমাতে পারে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া

Jio Airtel VI Cut Reduce Recharge Plans Price - সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি হ্রাস করার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছে।

Update: 2024-10-26 16:19 GMT

চলতি বছরের জুলাই মাসে দেশের বড় তিন টেলিকম অপারেটর জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। এরপর দেখা যায় লক্ষ লক্ষ গ্রাহক এই তিন সংস্থার হাত ছেড়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) এর সিম ব্যবহার করতে শুরু করেছে। কারণ সরকার মালিকানাধীন টেলিকম অপারেটরটি তাদের প্ল্যানের দাম বাড়ায়নি এবং এখনও সস্তায় পরিষেবা দিয়ে যাচ্ছে। যেকারণে এবার রিচার্জ প্ল্যানের দাম কমানোর পথে হাঁটতে চলেছে জিও, এয়ারটেল ও ভিআই। রিপোর্ট অনুযায়ী, বেসরকারী টেলিকম সংস্থাগুলি সরকারের পদক্ষেপের উপর ভিত্তি করে রিচার্জ ট্যারিফ বৃদ্ধি প্রত্যাহার করতে পারে।

আসলে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি হ্রাস করার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছে। এই লাইসেন্স ফি সরকার কমিয়ে দিলে বেসরকারি টেলিকম অপারেটরগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম আবার কমাতে পারে। উল্লেখ্য, সিওএআই টেলিকম অপারেটরগুলির স্বার্থে কাজ করে থাকে।

বর্তমানে, লাইসেন্স ফি মোট রাজস্বের ৮ শতাংশে দিতে হয়, যার মধ্যে ৫ শতাংশ নেটওয়ার্ক অবলিগশন ফি অন্তর্ভুক্ত রয়েছে। সিওএআই সরকারের কাছে আর্জি জানিয়েছে যে, এই লাইসেন্স ফিকে কমিয়ে ০.৫ শতাংশ থেকে ১ শতাংশের মধ্যে রাখার। এরফলে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পক্ষে নেটওয়ার্ক আপগ্রেড এবং সম্প্রসারণ সহজতর হবে।

সিওএআই-এর ডিরেক্টর জেনারেল এসপি কোচর জানিয়েছেন, আগের স্পেকট্রাম-সম্পর্কিত নিয়ম যেহেতু এখন নেই তাই পূর্বের লাইসেন্স ফি নেওয়ার এখন আর কোনো অর্থ নেই। বরং লাইসেন্স ফি প্রশাসনিক ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে নির্ধারণ করা উচিত।

জানিয়ে রাখি, লাইসেন্স ফি কমিয়ে দিলে Jio, Airtel, Vi দের ব্যয় কমবে। ফলে তাদের গ্রাহক প্রতি গড় আয় বেড়ে যাবে। এমত পরিস্থিতিতে রিচার্জ প্ল্যানের দাম কিছুটা কমিয়ে গ্রাহক অসন্তোষ মেটানো সম্ভব হতে পারে।

Tags:    

Similar News