Jio -র ৮৪ দিনের চমৎকার রিচার্জ প্ল্যান, কলিং, ডেটা সহ ফ্রি SonyLiv ও ZEE5 সাবস্ক্রিপশন
Jio Best 84 Days Prepaid Plan - ১০৪৯ টাকার জিও প্ল্যানের সবচেয়ে বড় চমক SonyLiv ও ZEE5 এর সাবস্ক্রিপশন। তবে মনে রাখতে হবে যে, এই সুবিধা জিওটিভি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
Reliance Jio তাদের গ্রাহকদের কেবল ইন্টারনেট ডেটা, কলিং বা এসএমএস সুবিধা দেয় না। বরং প্রতিটি কম্বো প্ল্যানের সাথে কোম্পানির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া কিছু প্রিপেড প্ল্যান আছে, যেগুলি রিচার্জ করলে থার্ড পার্টি ওটিটি অ্যাপের কনটেন্টও দেখা যায়। যেমন Jio -র একটি বিশেষ প্ল্যান আছে যেখানে SonyLiv ও ZEE5 এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এগুলি। এদের মাধ্যমে লাইভ শো, সিনেমা, সিরিয়াল ও খেলা দেখা যায়। আর Reliance Jio -র এই প্রিপেড প্ল্যান আনলিমিটেড 5G ডেটাও অফার করে। আসুন এর দাম ও সমস্ত সুবিধা দেখে নেওয়া যাক।
Reliance Jio ১০৪৯ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও ১০৪৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে ৮৪ দিন ভ্যালিডিটি অফার করে। এর সাধারণ সুবিধাগুলির মধ্যে আছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের বেনিফিট। এরসাথে প্রতিদিন ১০০ এসএমএস ও ২ জিবি ৪জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। যদিও ৫জি গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। উল্লেখ্য, গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর জিও ফ্রি আনলিমিটেড ৫জি ডেটা পাওয়ার শর্ত বদল করেছে। এখন কেবল দৈনিক ২ জিবি ডেটা অফারকরী রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যায়।
তবে ১০৪৯ টাকার জিও প্ল্যানের সবচেয়ে বড় চমক SonyLiv ও ZEE5 এর সাবস্ক্রিপশন। তবে মনে রাখতে হবে যে, এই সুবিধা জিওটিভি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। আপনি সরাসরি উল্লেখিত অ্যাপগুলিতে লগইন করার চেষ্টা করলে জিও -র তরফ থেকে কোনো সুবিধা দেওয়া হবে না। এরজন্য আপনাকে SonyLiv ও ZEE5 এর আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানের সাথে বেসিক জিও সিনেমার সাবস্ক্রিপশন পাবেন।
জানিয়ে রাখি, যদি কোনো গ্রাহকের এলাকায় জিও -র ৫জি নেটওয়ার্ক উপলব্ধ না থাকে বা তার কাছে ৫জি স্মার্টফোন না থাকে তাহলে তিনি আনলিমিটেড ৫জি ডেটা বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে রোজকার ২ জিবি ইন্টারনেট ডেটা ভরসা। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।