জিও-র 5G রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তা ১৪, ২৮, ৫৬, ৮৪, ৩৬৫ দিনের 5G প্রিপেড প্ল্যান দেখে নিন
Jio 5G Prepaid Recharge Plan - জিও-র ১৯৮ টাকার প্রিপেড প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এর সাথে থাকে রোজ ১০০ এসএমএস পাঠানোর সুবিধা। আবার প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়।
Reliance Jio গত জুলাইয়ে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আগের তুলনায় প্রিপেড ও পোস্টপেড প্ল্যান ২১ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল হয়েছে। তবে এর পাশাপাশি সংস্থাটি ফ্রি 5G অফারেও পরিবর্তন এনেছে। এখন সমস্ত প্ল্যানের সাথে আর আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটা পাওয়া যায় না। কেবল Jio-র দৈনিক ২ জিবি ইন্টারনেট ডেটা অফারকারী প্ল্যানের সাথেই এই সুবিধা উপলব্ধ। এর আগে যেখানে সংস্থাটি ২৩৯ বা তার উপরের রিচার্জ প্ল্যানের সাথে এই সুবিধা দিত।
এমত পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই মুহূর্তে জিও-র সবচেয়ে সস্তা ৫জি প্ল্যান কোনটি? এই প্রশ্নের উত্তরে বলি, এখনও আপনি ২০০ টাকার কমের একটি জিও প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। আর এই প্ল্যানের মূল্য ১৯৮ টাকা। ভারতে এই মুহূর্তে সবচেয়ে সস্তা ৫জি প্ল্যান এটাই। এখানে কি কি সুবিধা পাওয়া যাবে আসুন দেখে নেওয়া যাক।
রিলায়েন্স জিও-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ১৯৮ টাকার প্রিপেড প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এর সাথে থাকে রোজ ১০০ এসএমএস পাঠানোর সুবিধা। আবার প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন।
১৯৮ টাকার জিও রিচার্জ প্ল্যানটি মূলত তাদের জন্য আনা হয়েছে যারা ৫জি প্ল্যানের জন্য বেশি টাকা খরচ করতে রাজি নয়। এখানে দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও চিন্তা নেই। কারণ এর সাথে আনলিমিটেড ৫জি ডেটা অফার করা হয়। অর্থাৎ আপনার এলাকায় জিও-র ৫জি নেটওয়ার্ক থাকলে এবং আপনি ৫জি ফোন ব্যবহার করলে এই সুবিধা পেয়ে যাবেন। এছাড়া জিও-র ১৯৮ টাকার প্ল্যানের অন্যান্য সুবিধার মধ্যে আছে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন।
জিও-র ৫জি প্রিপেড রিচার্জ প্ল্যান
তবে আপনি যদি ১৪ দিনের ভ্যালিডিটিতে সন্তুষ্ট না হন তাহলে জিও-র ৩৪৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এর ভ্যালিডিটি ২৮ দিন। এখানেও উপরের সমস্ত সত্তা পাওয়া যাবে। অর্থাৎ আনলিমিটেড কল, রোজ ২ জিবি ইন্টারনেট ডেটা ও এসএমএস এর মজা এখানেও পাওয়া যাবে। কেবল এর ভ্যালিডিটি বেশি। আবার ৫৬ দিনের জন্য আনলিমিটেড ৫জি ডেটা পেতে চাইলে জিও-র ৬২৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এছাড়া জিও ৭০ দিন, ৭২ দিন, ৮৪ দিন, ৯০ দিন, ৯৮ দিন, ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি সহ ৫জি প্ল্যান অফার করে, যাদের মূল্য যথাক্রমে ৭১৯ টাকা, ৭৪৯ টাকা, ৮৫৯ টাকা, ৮৯৯ টাকা, ৯৯৯ টাকা ও ৩,৫৯৯ টাকা।