Jio Fiber Plans: ১৫ দিন ফ্রি ইন্টারনেট, কলিং ও লাইভ টিভি, জিও ফাইবারের নতুন এই অফারে গ্রাহকদের বিরাট লাভ

Jio Fiber Plans - জিও ফাইবারের তিনটি প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে ১৫০ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। আবার জিও ফাইবারের (Jio Fiber) এই প্ল্যানগুলি ৬ মাসের জন্য রিচার্জ করলে ১৫ দিন অতিরিক্ত ব্যবহার করা যাবে। আর এগুলি হাই স্পিড আনলিমিটেড ডেটার পাশাপাশি ওটিটি কনটেন্ট ও ৮০০-র বেশি টিভি চ্যানেলে বিনামূল্যে দেখতে দেয়।

Update: 2024-11-03 08:10 GMT

আপনি কি নতুন ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশন নেবেন বলে ভাবছেন? তাহলে জিও ফাইবার নিতে পারেন। কারণ হাই স্পিড ইন্টারনেট পরিষেবার সাথে বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। এখানে আমরা জিও ফাইবারের তিনটি প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে ১৫০ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। আবার জিও ফাইবারের (Jio Fiber) এই প্ল্যানগুলি ৬ মাসের জন্য রিচার্জ করলে ১৫ দিন অতিরিক্ত ব্যবহার করা যাবে। আর এগুলি হাই স্পিড আনলিমিটেড ডেটার পাশাপাশি ওটিটি কনটেন্ট ও ৮০০-র বেশি টিভি চ্যানেলে বিনামূল্যে দেখতে দেয়।

জিও ফাইবার ৫৯৯ টাকার প্ল্যান

৩,৫৯৪ টাকা + জিএসটি দিয়ে আপনি জিও ফাইবার এই প্ল্যানটি ৬ মাসের জন্য রিচার্জ করতে পারেন। এর ফলে আপনি ১৫ দিনের ভ্যালিডিটি বিনামূল্যে পাবেন। এখানে ৩০ এমবিপিএস আপলোড এবং ডাউনলোড স্পিড পাওয়া যায়। আর ইন্টারনেট ব্যবহারের জন্য জিও ফাইবারের এই প্ল্যানে কোনো লিমিট নেই। সাথে থাকছে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা। এছাড়া ৮০০-র বেশি টিভি চ্যানেলেও বিনামূল্যে দেখা যাবে। আবার ওটিটি বেনিফিট হিসেবে জিও ফাইবারের এই প্ল্যানে ডিজনি + হটস্টার, সোনি লিভ, জি৫, জিও সিনেমা প্রিমিয়াম এবং ডিসকভারি + সহ মোট ১২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন মেলে।

৮৯৯ টাকার জিও ফাইবার প্ল্যান

৬ মাসের জন্য এই প্ল্যান রিচার্জ করতে ৫৩৯৪ টাকা + জিএসটি পরিশোধ করতে হবে। এখানেও আনলিমিটেড ডেটা সহ ১০০ এমবিপিএস আপলোড ও ডাউনলোড স্পিড পাওয়া যায়। আগের প্ল্যানের মতো এখানেও ১৫ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আর জিও ফাইবারের এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও রয়েছে। সাথে উপরের সমস্ত লাইভ টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা আছে।

জিও ফাইবার ৯৯৯ টাকার প্ল্যান

জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যান ৬ মাসের জন্য রিচার্জ করতে ৫৯৯৪ টাকা + জিএসটি দিতে হবে। আর ৬ মাসের রিচার্জ একসাথে করার জন্য ১৫ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। জিও ফাইবারের এই প্ল্যানে ১৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যায়। সাথে আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব্যবহার করা যায়। আবার জিও ফাইবারের এই প্ল্যানে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়া আপনি ৮০০টিরও বেশি টিভি চ্যানেল বিনামূল্যে দেখতে পাবেন। সাথে অ্যামাজন প্রাইম লাইট সহ মোট ১৩টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।

Tags:    

Similar News