Reliance Jio: বিশ্বব্যাপী ডেটা ব্যবহারে শীর্ষে জিও গ্রাহকরা, মাসে গড়ে কত জিবি ডেটা লাগে জানেন?
Reliance Jio - ভারতে মোবাইল ডেটা ব্যবহার গতবছরের তুলনায় অনেকটাই বেড়েছে। জিও-র গতবছরের এই সময়ের তুলনায় এবছর ডেটা ট্র্যাফিকের পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে জিও-র প্রতিদ্বন্দ্বী এয়ারটেলের বছরের তৃতীয় কোয়ার্টারে ডেটা ট্র্যাফিক বেড়েছে ২৩ শতাংশ।
ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio আরও একবার মোবাইল ডেটা ট্র্যাফিকের দিক থেকে বিশ্বের সমস্ত সংস্থাকে পিছনে ফেললো। এই নিয়ে টানা তিনটি কোয়ার্টারে এই কৃতিত্ব নিজেদের দখলে রেখেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। টেফিসিয়েন্ট (Tefficient) এর রিপোর্ট অনুসারে, গত বছরের তুলনায় এবছর জিও-র ডেটা ট্র্যাফিক ২৪ শতাংশ বেড়েছে। বিশ্বের অন্য কোনো টেলিকম সংস্থা ডেটা ট্র্যাফিকে এত বৃদ্ধি ঘটাতে পারেনি।
ভারতে মোবাইল ডেটা ব্যবহার বেড়েছে
রিপোর্টে দেখা গেছে, ভারতে মোবাইল ডেটা ব্যবহার গতবছরের তুলনায় অনেকটাই বেড়েছে। জিও-র গতবছরের এই সময়ের তুলনায় এবছর ডেটা ট্র্যাফিকের পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে জিও-র প্রতিদ্বন্দ্বী এয়ারটেলের বছরের তৃতীয় কোয়ার্টারে ডেটা ট্র্যাফিক বেড়েছে ২৩ শতাংশ। যেখানে চায়না মোবাইল এর ডেটা ব্যবহার বেড়েছে মাত্র ২ শতাংশ। অর্থাৎ ডেটা ব্যবহারের নিরিখে জিও অন্যদের টেক্কা দিয়েছে।
গ্রাহক কমেছে জিও-র
তবে ডেটা ব্যবহার বাড়লেও গত কয়েক মাসে জিও-র গ্রাহক সংখ্যা অনেকটাই কমেছে। জুলাই মাসে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কারণে এই কোয়ার্টারে জিও প্রায় ১১ মিলিয়ন গ্রাহক হারিয়েছে। এর ফলে এপ্রিল-জুন কোয়ার্টারে যেখানে তাদের গ্রাহক সংখ্যা ছিল ৪৮৯.৭ মিলিয়ন, সেখানে জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ৪৭৮.৮ মিলিয়নে। তবে জিও এই সময় ৫জি গ্রাহকদের আকৃষ্ট করতে পেরেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
জিও-র ৫জি গ্রাহক বেড়েছে
এই মুহূর্তে জিও-র ৫জি গ্রাহক সংখ্যা ১৪৮ মিলিয়নে পৌঁছেছে। আর এই সংখ্যা অর্জন করতে সংস্থার সময় লেগেছে মাত্র ২ বছর। রিপোর্টে বলা হয়েছে। জিও গ্রাহকরা গড়ে এক মাসে এখন ৩১ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করছে, যা অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহকদের তুলনায় অনেকটা বেশি। এরফলে গ্রাহক প্রতি আয় বেড়েছে জিও-র।