উচ্চগতির স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার পথে Oneweb, ইসরোর থেকে নিচ্ছে সাহায্য
শীঘ্রই ভারতে স্যাটেলাইট-নির্ভর উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবার সূচনা করবে ভারতী (Bharati) গ্রপের মালিকানাধীন কোম্পানি ওয়ানওয়েব (Oneweb)? সত্যি বলতে, এই মুহূর্তে এমনটা ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আসলে জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো'র (ISRO) বাণিজ্যিক সহযোগী, এনএসআইএল (NSIL) অর্থাৎ নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের সাথে জোট বেঁধে অল্প কিছুদিনের মধ্যেই ওয়ানওয়েব পৃথিবীর নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে আরও ৩৬টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্রেরণ করতে চলেছে। এর ফলে সংস্থাটি পৃথিবীর নিম্ন-কক্ষপথে কৃত্রিম উপগ্রহ সংস্থাপনের লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই সাফল্য পাবে, যা স্যাটেলাইট-নির্ভর উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের জন্য একান্ত জরুরি। সেক্ষেত্রে Oneweb -এর তৎপরতায় দেশে খুব শীঘ্রই আলোচ্য পরিষেবার সূচনা হলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবেনা।
দেশের প্রত্যেক প্রান্তে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে ISRO 'র সহযোগীর ওপর ভরসা করছে Oneweb
উল্লেখ্য, শহরাঞ্চলের পাশাপাশি ভারতের পিছিয়ে পড়া, অনগ্রসর এলাকাগুলিতেও স্যাটেলাইট-ভিত্তিক হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে ওয়ানওয়েব চলতি বছরেই এনএসআইএলের (NSIL) সাথে চুক্তির কথা ঘোষণা করে। এই মুহূর্তে উক্ত সংস্থার সহায়তায় ওয়ানওয়েব নতুন করে পৃথিবীর নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে ৩৬টি কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা নিয়েছে। কোম্পানির মতে, দেশে স্যাটেলাইট-নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের ক্ষেত্রে এই লঞ্চ ঐতিহাসিক হতে চলেছে।
জেনে রাখা ভালো, ভারতের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (বা SDSC-SHAR) থেকে ওয়ানওয়েবের ৩৬টি স্যাটেলাইট গ্রহের নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে প্রেরিত হবে। এজন্য ইতিমধ্যে সমস্ত কৃত্রিম উপগ্রহদেরই SDSC-SHAR -এ নিয়ে আসা হয়েছে। ইসরো'র শক্তিশালী GSLV-MkIII রকেটে করে এরা মহাকাশের লক্ষ্যে রওনা দেবে। একাজে সাফল্য মিললেই Oneweb -এর প্রথম প্রজন্মের (Gen 1) স্যাটেলাইট সমাবেশের লক্ষ্যমাত্রার ৭০ শতাংশই পূরণ হবে বলে উঠে এসেছে। এর ফলে আলোচ্য সংস্থার পক্ষে দ্রুত এদেশে উপগ্রহ-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ সম্ভব হবে।
আলোচ্য কর্মসূচি ছাড়াও ওয়ানওয়েবের চলতি বছরে আরো একবার স্যাটেলাইট লঞ্চের পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৩ সালে পৃথিবীর নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে তাদের আরও তিনটি এহেন স্যাটেলাইট লঞ্চের ভাবনা রয়েছে বলে, ওয়ানওয়েব জানিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে কানাডা, আলাস্কা, ইউকে এবং আর্কটিক অঞ্চলে ওয়ানওয়েব কৃত্রিম উপগ্রহ নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করে থাকে। ঘোষণা অনুযায়ী ভারতে এই সংস্থা হিউজ কমিউনিকেশনের (Hughes Communications Pvt. Ltd.) সঙ্গে জোট বেঁধে আলোচ্য পরিষেবার সূচনা করতে চলেছে।