নতুন রেকর্ড: এখন দেশের 2691 জায়গায় লাইভ Jio-র 5G পরিষেবা, আপনার শহরের নাম তালিকায় আছে কি?

Update: 2023-04-22 03:57 GMT

দেশে 5G নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার পর থেকে বিগত ছয় মাসে Reliance Jio খুব দ্রুত এই পরিষেবা ছড়িয়ে দিয়েছে। ঠিক যেমনভাবে 4G পরিষেবার হাত ধরে সংস্থাটি ভারতের অন্যান্য টেলিকম কোম্পানিকে পেছনে ফেলেছিল, তেমন করেই নতুন নেটওয়ার্ক পরিষেবা প্রদানের ক্ষেত্রেও তারা ভারতের প্রথম অপারেটর হয়ে উঠেছে। সাম্প্রতিক রিপোর্ট বলছে যে, Jio True 5G নেটওয়ার্ক এখন সারা দেশের ২,৬৯১টি শহরে উপলব্ধ – হালফিলে আরও তিন শতাধিক জায়গার বাসিন্দার কাছে পৌঁছেছে বিনামূল্যে হাইস্পিড নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। বলতে গেলে এ এক রেকর্ড!

5G পরিষেবা প্রদানেও সেরা Jio

রিলায়েন্স জিও, চলতি বছরের শেষ নাগাদ দেশের প্রতিটি অংশে ৫জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে, আর এর জন্য তারা বেশ জোরকদমে কাজও করছে। স্বল্প কিছুদিন আগে পর্যন্ত টেলকোর ওয়েবসাইটে দেশের ২,৩৪৫টি শহরে জিও ট্রু ৫জি পরিষেবা উপলব্ধ হওয়ার কথা উল্লেখ ছিল। তবে এখন জিওর ওয়েবসাইট অনুযায়ী, ভারতের মোট ২,৬৯১টি শহরে লাইভ রয়েছে তাদের ৫জি নেটওয়ার্ক। মানে খুব কম সময়ের ব্যবধানে তারা ৩৪৬টি জায়গায় পরিষেবা প্রসারিত করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্কে জিও তার প্রতিদ্বন্দ্বী এয়ারটেলের (Airtel) থেকে ২৪.৭% বেশি ডাউনলোড স্পিড দিচ্ছে বলে ওপেনসিগন্যাল (OpenSignal) রিপোর্ট করেছে।

সেক্ষেত্রে বলে রাখি, জিওর ৫জি নেটওয়ার্ক গ্রাহকদের দ্রুত ইন্টারনেট স্পিড, কম লেটেন্সি এবং সিমলেস (বিরামহীন) ডিজিটাল এক্সপিরিয়েন্স প্রদান করবে। এদিকে যেহেতু কোম্পানিটি কোনো ৫জি প্ল্যান লঞ্চ করেনি, তাই পরিষেবাপ্রাপ্ত শহরের গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ এবং নতুন সিম ছাড়াই ১ জিবিপিএসের বেশি স্পিডে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন। এর জন্য তাদের কেবল একটি ৫জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন ব্যবহার করতে হবে। এছাড়া আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে তাদের শহরে পরিষেবা লাইভ আছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন।

এসেছে Jio-র নতুন পোস্টপেইড প্ল্যান

জিও, সম্প্রতি 'জিও প্লাস' (JioPlus) নামের পোস্টপেইড প্ল্যান লঞ্চ করেছে। এছাড়া যাতে সাধারণ মানুষ চলতি আইপিএল (IPL) মরসুমে ক্রিকেট ম্যাচ গুলি নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তার জন্য চালু হয়েছে জিও ফাইবারের (JioFiber) ব্যাকআপ প্ল্যানও।

Tags:    

Similar News