৮.৩২ টাকা খরচে রোজ ২ জিবি ডেটা ও কল, Reliance Jio -র এই দুই প্ল্যান রিচার্জ করা লাভজনক

By :  SUPARNA
Update: 2022-11-26 08:32 GMT

Reliance Jio তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত বেনিফিট সহযোগে বিভিন্ন প্রিপেড প্ল্যান অফার করে। এক্ষেত্রে উক্ত টেলিকম অপারেটরটির তাদের প্রায় সমস্ত প্রিপেড প্ল্যানেই - আনলিমিটেড ভয়েস কলিং, হাই-স্পিড ইন্টারনেট ডেটা এবং দৈনিক এসএমএস ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। কিন্তু আজ আমরা এমন দুটি বিশেষ রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করবো, যেগুলি ৭৫০ টাকারও কমে প্রতিদিন ২ জিবি ডেটা প্রদান করে এবং দীর্ঘ মেয়াদী বৈধতা সহ আসার কারণে ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে প্ল্যানগুলি।

আমরা কথা বলছি - ৭১৯ টাকা এবং ৭৪৯ টাকা দামের Jio প্রিপেড প্ল্যানের সম্পর্কে। আলোচ্য রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা ভয়েস কলিং, হাই-স্পিড ডেটা এবং এসএমএস -এর মতো 'কমপ্লিমেন্টারি' সুবিধা তো পাবেনই, সাথে বিবিধ Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও মিলবে। তবে দামে যখন ফারাক আছে, তখন বেনিফিটের দিক থেকেও নিশ্চয়ই তারতম্য রয়েছে। তাই আপনি যদি উক্ত দুটি দীর্ঘমেয়াদি প্ল্যানের মধ্যে যেকোনো একটি রিচার্জ করতে চান, কিন্তু কোনটি সবচেয়ে ভালো হবে তা নিয়ে বিভ্রান্ত হন, তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে ৭১৯ টাকা এবং ৭৪৯ টাকার প্ল্যান দুটির সুবিধা-সমূহ দেখে সিদ্ধান্ত নিতে পারেন৷

Jio ৭১৯ টাকার প্রিপেড প্ল্যানের বেনিফিট

রিলায়েন্স জিও আনীত ৭১৯ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। এই প্ল্যানের অধীনে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। একই সাথে দৈনিক ২ জিবি ডেটাও মিলবে, অর্থাৎ বৈধতাসীমা পর্যন্ত ব্যবহারকারীরা মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহারে সমর্থ হবেন। এছাড়াও - JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud অ্যাপগুলির সাবস্ক্রিপশনও সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ থাকছে।

Jio ৭৪৯ টাকার প্রিপেড প্ল্যানের বেনিফিট

৭৪৯ টাকা দামের রিলায়েন্স জিও রিচার্জ প্যাকের ভ্যালিডিটি ৯০ দিন। এই প্ল্যান কিনলে আপনি রোজ ২ জিবি ডেটা অর্থাৎ বৈধতাসীমা পর্যন্ত মোট ১৮০ জিবি ব্যবহার করতে পারবেন। এছাড়া, বেসিক বেনিফিট হিসাবে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি ফ্রি এসএমএস -এর সুবিধাও তালিকাভুক্ত থাকছে। সর্বোপরি, এই প্ল্যানের সাথেও JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এই চারটি অ্যাপের অ্যাক্সেস সম্পূর্ণ নিখরচায় মিলবে।

অতএব দেখতে গেলে, ৮৪ দিনের বৈধতা সহ আসা ৭১৯ টাকার প্ল্যানটি কিনলে প্রতিদিনের ভিত্তিতে প্রায় ৮.৫৬ টাকা খরচ করতে হবে। অন্যদিকে, ৯০ দিনের মেয়াদসম্পন্ন ৭৪৯ টাকার প্ল্যানটি জন্য প্রতিদিন প্রায় ৮.৩২ টাকা খসাতে হবে। সুতরাং এই দুটি প্ল্যানের তুলনা করলে, ৭৪৯ ​​টাকার প্ল্যানটি অধিক ভালো মনে হচ্ছে। কেননা আপনি মাত্র ৩০ টাকা বেশি খরচ করে অধিক বৈধতা এবং ডেটা উভয়ই পাবেন। তবে আপনার বাজেট যদি কিছুটা আঁটোসাঁটো হয় এবং বৈধতার সাথে আপস করতে রাজি থাকেন তাহলে ৭১৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন।

Tags:    

Similar News