রোজ ২.৫ জিবি ডেটা সহ অনেক সুবিধা, Reliance Jio ও Airtel গ্রাহকদের জন্য সেরা রিচার্জ প্ল্যান

By :  techgup
Update: 2023-01-21 14:55 GMT

গ্রাহকদের সুবিধার্থে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলির পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যেগুলিতে আনলিমিটেড কল, পর্যাপ্ত পরিমাণে দৈনিক ডেটা, এসএমএস সহ আরও অনেক সুবিধা পাওয়া যায়। তবে হালফিলে ইউজারদের বহুল পরিমাণে ইন্টারনেট ব্যবহারের চাহিদাকে প্রত্যক্ষ করে সংস্থাগুলি সীমিত সংখ্যায় হলেও মার্কেটে বেশ কয়েকটি দৈনিক ২.৫ জিবি ডেটা প্ল্যান উপলব্ধ করেছে। সেক্ষেত্রে আপনি যদি ইদানীংকালে এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন যাতে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা দেশের শীর্ষস্থানীয় দুটি টেলিকম সংস্থা Reliance Jio এবং Airtel-এর ঝুলিতে মজুত থাকা এরকমই কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিতে রোজ ২.৫ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কল, দৈনিক ১০০ টি করে এসএমএস সহ আরও বেশ কিছু আকর্ষণীয় এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। আসুন, প্ল্যানগুলির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Jio-র ২.৫ জিবি ডেটা প্ল্যানসমূহ

৩৪৯ টাকার প্ল্যান: সদ্য লঞ্চ হওয়া জিও-র এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, রোজ ১০০ টি করে এসএমএস এবং যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে। আবার, ওয়েলকাম অফার (Welcome Offer)-এর আওতায় উক্ত প্ল্যানটির মারফত নির্বাচিত গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি (5G) ডেটা খরচের সুযোগ উপলব্ধ রয়েছে।

৮৯৯ টাকার প্ল্যান: জিও কর্তৃক আনীত এই নবাগত প্ল্যানটিতে ৯০ দিনের মেয়াদে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, অফুরন্ত ভয়েস কল, এবং দৈনিক ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ রয়েছে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে, ব্যবহারকারীরা এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity, এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। আবার, ওয়েলকাম অফারের আওতায় এই প্ল্যানটির মারফত আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন এলিজিবল সাবস্ক্রাইবাররা।

২০২৩ টাকার প্ল্যান: জিও-র এই প্ল্যানটি শুধুমাত্র সেই সমস্ত ইউজারদের জন্য, যারা বেশ খানিকটা দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যান খুঁজছেন। নতুন বছরের আগমন উপলক্ষে সপ্তাহখানেক আগে এই প্ল্যানটি বাজারে এনেছিল সংস্থাটি। এই প্ল্যানের মাধ্যমে ২৫২ দিনের বৈধতায় ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং সেইসাথে রোজ ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতে সক্ষম হবেন। এছাড়া, এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে কোম্পানি। অর্থাৎ, জিও-র ওয়েলকাম অফারের জন্য নির্বাচিত হলে এই প্ল্যান মারফত অফুরন্ত ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন নির্বাচিত ইউজাররা। আবার, এর পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema JioSecurity, JioCloud অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।

Airtel-এর ২.৫ জিবি ডেটা প্ল্যানসমূহ

৩৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও পাওয়া যাবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে রয়েছে ৩ মাসের জন্য Disney + Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন (যার মূল্য ১৪৯ টাকা), ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

৯৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, এবং রোজ ১০০ টি এসএমএস করার সুযোগ পাবেন। উপরন্তু এক্সট্রা বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে ৩ মাসের জন্য Disney + Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন (যার মূল্য ১৪৯ টাকা), ৮৪ দিনের জন্য Amazon Prime মেম্বারশিপ, Airtel Xstream অ্যাপের অ্যাক্সেস, RewardsMini সাবস্ক্রিপশন, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Wynk Music-এর অ্যাক্সেস, এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও পাওয়া যাবে।

৩৩৫৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানে (অর্থাৎ ৩৬৫ দিনের মেয়াদে) অফুরন্ত ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা খরচের সুবিধা মিলবে। উপরন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ১ বছরের জন্য Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি সাবস্ক্রিপশন, ১ বছরের জন্য Disney + Hotstar Mobile-এর যাবতীয় কনটেন্ট দেখার সুবিধা (যা আলাদাভাবে পেতে হলে গ্রাহকদের ৪৯৯ টাকা খরচ করতে হতো), ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Wynk Music-এর অ্যাক্সেস, এবং ফ্রি Hello Tunes-এর সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News