Starlink India Launch: জামাই আদরে আনা হবে ইলন মাস্কের স্টারলিঙ্ককে? বড় ঘোষণা টেলিকম দফতরের

স্টারলিঙ্ক-কে ছাত্রপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করল কেন্দ্র। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য পরিচিত এই সংস্থা। সূত্রের দাবি, শীঘ্রই শুরু হতে পারে স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়া।

Update: 2024-12-03 13:20 GMT

মার্কিন যুক্তরাষ্ট্রে ইলন মাস্ক ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম নির্বাচন জেতার পরই যেন দ্রুত গতিতে এগোচ্ছে স্টারলিঙ্ক (Starlink)-কে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া। অনেকেই মনে করছেন, জামাই আদর করে আনা হতে পারে এই সংস্থাকে। বর্তমানে বিশ্বের একাধিক দেশে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা দিয়ে থাকে স্টারলিঙ্ক। ভারতে অনেক আগেই পরিষেবা শুরুর করার জন্য আবেদন করেছিল সংস্থাটি। কিন্তু নানা কারণে চূড়ান্ত অনুমোদন পেতে ব্যর্থ হয় ইলন মাস্কের সংস্থা।

কিছুদিন আগে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানতে রাজি হয়েছে স্টারলিঙ্ক। এবার জানা গিয়েছে, স্যাটেলাইট ইন্টারনেটের জন্য শীঘ্রই স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়া শুরু করতে পারে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। স্টারলিঙ্ক ভারতে পা রাখলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং অ্যামাজন কুপার। যদিও স্টারলিঙ্কও যে খোলা ময়দান পাবে তেমনটা একেবারেই নয়। বরং মুকেশ আম্বানির জিও সবথেকে বেশি টক্কর দিতে পারে তাদের।

সম্প্রতি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) টেলিকম প্রদানকারী-সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। মিডিয়া রিপোর্ট বলছে, জিও এবং এয়ারটেল নিলামের মাধ্যমে স্পেকট্রাম বরাদ্দ করতে চায়। তবে সরকার আরও সহজ উপায়ে বিষয়টি মেটাতে চাইছে।

স্পেকট্রাম কীভাবে বরাদ্দ করা হবে সে সম্পর্কে টেলিযোগাযোগ বিভাগের কাছে ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারে ট্রাই। এই সুপারিশগুলি তৈরি হয়ে গেলে, ডিসেম্বরের শেষের দিকে মন্ত্রিসভার তরফে সেগুলি অনুমোদন করা হতে পারে এমনটা আশা করা হচ্ছে। এই অনুমোদনের পর স্পেকট্রাম বণ্টনের কাজ শুরু হবে।

এই দৌড়ে থাকতে প্রস্তুত স্টারলিঙ্ক। ভারতে পরিষেবা শুরু করার জন্য মুখিয়ে রয়েছে সংস্থা। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে স্যাটেলাইট ইন্টারনেট শুরু করার জন্য আবেদন করেছিল সংস্থাটি। কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে অনুমোদন পায়নি তারা।

Tags:    

Similar News