TRAI এর নয়া রিপোর্টে তোলপাড় ভারত, টেলিকম গ্রাহকের সংখ্যা ছাড়ালো ১১৭ কোটি, এগিয়ে Reliance Jio

By :  techgup
Update: 2023-08-26 03:28 GMT

টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রতিমাসে টেলিকম সংস্থাগুলির পারফরম্যান্স নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। সম্প্রতি তারা জুন মাসের রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুসারে, জুন মাসের শেষে Reliance Jio-র নেতৃত্বে সারা দেশে টেলিকম গ্রাহকের সংখ্যা বেড়ে ১,১৭৩৮৯ মিলিয়ন বা প্রায় ১১৭.৩৮ কোটিতে পৌঁছেছে। আর জুন মাসে, ২২.৭ লক্ষ গ্রাহক Jio-র সাথে, আর ১৪ লক্ষ গ্রাহক Airtel-এর সাথে যুক্ত হয়েছে।

চলতি বছরের মে মাসে ভারতের মোট টেলিকম গ্রাহকের সংখ্যা ছিল ১,১৭২.৫৭ মিলিয়ন (১১৭.২৫৭ কোটি), আর বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১,১৭৩.৮৯ মিলিয়নে (১১৭.৩৮৯ কোটি) পৌঁছেছে। অর্থাৎ এই সময় মাসিক বৃদ্ধি হয়েছে ০.১১ শতাংশ, যদিও এই সময় BSNL, MTNL এবং Vodafone Idea (VIL)-কে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

জুনের শেষে বিএসএনএল ১.৭৮ মিলিয়ন (১৭.৮ লক্ষ) এবং এমটিএনএল ১.৫ মিলিয়ন (১৫ লক্ষ) গ্রাহক হারিয়েছে। তবে জুন মাসে মোট ৩ লাখ ৭৩ হাজার ৬০২ জন নতুন গ্রাহক যুক্তও হয়েছে।

এদিকে দেশের মোট ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা বেড়ে ৮৬১.৪৭ মিলিয়নে (৮৬.১৪৭ কোটি) পৌঁছেছে বলে রিপোর্টে জানানো হয়েছে। বর্তমানে, Jio-র মোট ৪৪.৭৭ কোটি, Airtel এর ২৪.৮০ কোটি, Vi-এর ১২.৪৯ কোটি, BSNL-এর ২.৪৫ কোটি এবং Atria Convergence-এর ২১ লক্ষ গ্রাহক রয়েছে৷

মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে দেশের শীর্ষ স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ

দেশে মোবাইল ফোনে সবচেয়ে বেশি কথা বলার রেকর্ড গড়েছে ইউপির মানুষ। এখানকার মানুষ প্রতি মাসে গড়ে ৩৬ ঘণ্টা মোবাইল ফোনে কথা বলে। তাই, ইউপি থেকেই টেলিকম সংস্থাগুলি সব থেকে বেশি বিল পরিশোধ করে। উত্তরপ্রদেশে ৯৬ শতাংশেরও বেশি মানুষের কাছে প্রিপেইড মোবাইল ফোন রয়েছে। আর মাত্র ৪ শতাংশ লোক পোস্টপেইড পরিষেবা ব্যবহার করেন। ইউপিতে প্রায় ১৭ কোটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে। এখানে একজন মোবাইল ব্যবহারকারী প্রতি মাসে ২৩৮ টাকা খরচ করে থাকেন শুধুমাত্র কথা বলার জন্য। অর্থাৎ, প্রতি মাসে ইউপির মানুষ প্রায় ৪০০০ কোটি টাকা দেন এই টেলিকম কোম্পানিগুলিকে।

মোবাইল ফোনে কথোপকথনে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য হলো

উত্তরপ্রদেশ ৩৬ ঘন্টা,
বিহার ২২ ঘন্টা,
জম্মু ও কাশ্মীর ১৯.৩০ ঘন্টা,
ওড়িশা ১৯ ঘন্টা,
আসাম ১৮ ঘন্টা।

কোন রাজ্য মাসে কত টাকা মোবাইল বিল পরিশোধ করে?

উত্তরপ্রদেশ ২৩৮ টাকা,
অন্ধ্র প্রদেশ ১৭৩ টাকা,
তামিলনাড়ু - ১৬৭ টাকা,
জম্মু ও কাশ্মীর - ১৬৫ টাকা।

দেশে সর্বাধিক মোবাইল ফোন ব্যবহারকারী রাজ্য হলো

উত্তরপ্রদেশ ১৬.৪ কোটি,
মহারাষ্ট্র ৯.২৯ কোটি,
বিহার ৯.১৫ কোটি,
অন্ধ্রপ্রদেশ ৮.৪ কোটি,
তামিলনাড়ু ৮.১ কোটি।

Tags:    

Similar News