সম্পূর্ণ বিনামূল্যে ভিআইপি নম্বর দিচ্ছে Vi, আবেদন করার পদ্ধতি দেখে নিন

By :  SUPARNAMAN
Update: 2022-09-09 13:14 GMT

প্রিপেইড এবং পোস্টপেইড - উভয় ধরনের গ্রাহকদের জন্য এবার ফের এক লোভনীয় অফার নিয়ে হাজির হল দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (Vi)। তবে প্রথমেই বলে রাখি যে এটি কিন্তু কোনো রিচার্জ সংক্রান্ত অফার নয়। বরং যে সমস্ত টেলিকম পরিষেবা ব্যবহারকারী, এই মুহূর্তে নতুন সিম কানেকশন গ্রহণে আগ্রহী, তাদের জন্য এই অফারটি যথেষ্ট উপযোগী হতে পারে। সুতরাং দেরি না করে আসুন Vi -এর নয়া অফারটির ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক।

প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে VIP/ফ্যান্সি নম্বর দিচ্ছে Vi

আজ্ঞে হ্যাঁ, ইউজারদের জন্য অতি সম্প্রতি Vi আলোচ্য অফারটি সামনে এনেছে। এর ফলে ভিআইপি বা ফ্যান্সি নম্বর বেছে নিতে ইউজারদের কোনোওরকম অর্থ খরচ করতে হবেনা। পরিবর্তে বাড়িতে বসে একদম বিনা কোনো ঝক্কিতে তারা পছন্দের ভিআইপি বা ফ্যান্সি নম্বরটি হাতে পাবেন। অবশ্য এজন্য তাদের অনলাইনে ভিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নম্বরটি বুক করতে হবে।

অন্য যে কোনো নম্বরের নিরিখে VIP/ফ্যান্সি নম্বরগুলি কেন আলাদা?

ভিআইপি নম্বরের সবচেয়ে বড় সুবিধা এই যে এদের মনে রাখা অত্যন্ত সহজ। এখানে সংখ্যাগুলি বিশেষ ক্রম অনুযায়ী সজ্জিত থাকে। ফলে একবার শুনলেও এদের মনে রাখতে খুব বেশি অসুবিধে হয়না। তাছাড়া এই ধরনের নম্বরের প্রদানের সময়, গ্রাহক চাহিদাকেই সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আগ্রহীরা নিজেদের পছন্দ অনুযায়ী নম্বর বেছে নেওয়ার সুযোগ লাভ করেন, যা অন্যথায় সম্ভব নয়।

বিনামূল্যে Vi -এর VIP/ফ্যান্সি নম্বর পেতে হলে যা করবেন

১। এজন্য প্রথমেই ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যান।

২। এরপর Header মেনুতে উপস্থিত, New Connection ক্যাটেগরিতে প্রবেশ করুন।

৩। Fancy Number ক্যাটেগরি বেছে নিন। এরপর প্রিপেইড অথবা পোস্টপেইড কোন ধরনের কানেকশন নিতে ইচ্ছুক তা সিলেক্ট করুন।

৪। নিজের এলাকার বৈধ পিনকোড এন্টার করুন।

৫। এবার আপনি নিজের পছন্দ অনুযায়ী ফ্যান্সি নম্বর সার্চ করতে পারেন। তাছাড়া কোম্পানির (Vi) তালিকা থেকেও আপনি পছন্দের VIP নম্বর বেছে নিতে পারেন।

৬। নম্বর পছন্দ হলে নিজের ঠিকানা প্রদান করতে হবে। এরপর কোম্পানির (Vi) তরফ যথাসময়ে নতুন সিম কার্ড আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে।

৭। উল্লেখ্য, বিনামূল্যে আগত নম্বর ছাড়াও এভাবে ইউজারেরা ৫০০ টাকা পর্যন্ত খরচ করে প্রিমিয়াম ভিআই নম্বর সংগ্রহ করতে পারেন।

Tags:    

Similar News