Vodafone Idea Rs 719 Plan: ভোডাফোন আইডিয়া আনল ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান, দৈনিক ১ জিবি ডেটা সহ অনেক সুবিধা
Vodafone Idea Rs 719 Plan - ভোডাফোন আইডিয়া বা ভিআই ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথে ৭২ দিনের ভ্যালিডিটি অফার করছে। এখানে দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
সম্প্রতি জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আগের তুলনায় ২১ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল হয়েছে প্ল্যানগুলি। জুলাইয়ে কোম্পানিগুলি বেশ কিছু নতুন প্ল্যান এনেছে। আবার কিছু প্ল্যানের সুবিধা কমিয়ে দাম একই রাখা হয়েছে। ভোডাফোন আইডিয়া তাদের ৭১৯ টাকার প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়ে জুলাইয়ে ৮৫৯ টাকা করে। তবে এখন আবার টেলিকম কোম্পানিটি ৭১৯ টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। আসুন এই প্ল্যানের সুবিধা জেনে নেওয়া যাক।
Vodafone Idea ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়া বা ভিআই ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথে ৭২ দিনের ভ্যালিডিটি অফার করছে। এখানে দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এরসাথে প্রতিদিন ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ৬৪ কেবিপিএস। এছাড়া রয়েছে দৈনিক ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা।
উল্লেখ্য আগে ভিআই এর ৭১৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ ১.৫ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং ও রোজ ১০০ এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যেত। এর সাথে ভিআই হিরো আনলিমিটেড বেনিফিট মিলত। যদিও নতুন ৭১৯ টাকার প্রিপেড প্ল্যানে এই সুবিধা নেই। আর দাম বাড়ার পর ৮৫৯ টাকার প্ল্যানে এখন অতিরিক্ত ১২ দিন (মোট ৮৪ দিন) ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ ১৪০ টাকা বেশি দিয়ে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা এই সুবিধাগুলি অতিরিক্ত পেতে পারেন।
উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া আগামী বছরের মার্চের মধ্যে ৫জি পরিষেবা চালু করবে বলে জানিয়েছে। আপাতত সংস্থাটি বিভিন্ন অঞ্চলে ৫জি টাওয়ার পরীক্ষা করছে। শুরুতে কলকাতা ও পশ্চিমবঙ্গ সহ ১৭টি সার্কেল ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেছে। এরফলে কোম্পানিটি ফের হারানো গ্রাহক ফিরে পেতে পারে।