Vodafone Idea গ্রাহকদের জন্য বড় ঝটকা, বন্ধ হল ফ্রি সার্ভিস, দিতে হবে বছরে 2400 টাকা

By :  techgup
Update: 2024-05-28 06:00 GMT

Vodafone Idea এখনো দেশে 5G লঞ্চ করতে পারেনি। যে কারনে তারা গ্রাহকদের নানান ভাবে প্রলোভন দেখিয়ে নিজেদের সাথে যুক্ত রাখার চেষ্টা করে চলেছে। তবে সম্প্রতি টেলকোটি তাদের সমস্ত প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Vi Movies & TV-এর সুবিধা বন্ধ করে দিয়েছে এবং আলাদাভাবে সাবস্ক্রিপশন অফার করছে। যদিও Vodafone Idea মনে করছে এর ফলে তাদের গ্রাহক বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি তাদের গ্রাহক পিছু গড় আয় অর্থাৎ ARPU-ও বেড়ে যেতে পারে।

আসলে আজ থেকে টেলকোটির ওয়েবসাইট এবং অ্যাপে স্থিত কোনো প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Vi Movies & TV-এর সুবিধাগুলি দেখা যাচ্ছে না। বদলে আলাদাভাবে সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। কারণ তারা সাবস্ক্রিপশনের মাধ্যমে তাদের ব্যবসা বাড়াতে চাইছে। কারণ, Vi Movies & TV হল OTT এগ্রিকেটর, অর্থাৎ এই প্ল্যাটফর্মটি নিজস্ব OTT কনটেন্ট তৈরি করে না বরং এটি একবার লগইনে অনেকগুলি OTT প্ল্যাটফর্ম দেখার সুযোগ করে দেয়।

Vi Movies & TV Pro সাবস্ক্রিপশন প্ল্যানের দাম

ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জন্য ২০২ টাকায় Vi Movies & TV Pro-এর মাসিক সাবস্ক্রিপশন অফার করছে। অর্থাৎ, এর জন্য বছরে গ্রাহকের খরচ হবে প্রায় ২,৪০০ টাকা।

আর যেহেতু VI Movies & TV Pro সাবস্ক্রিপশনের অধীনে ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, মনোরমা ম্যাক্স, ফ্যানকোড, নাম্মাফ্লিক্স, চৌপাল, ক্লিক, প্লেফ্লিক্স, ওয়ার্নার ব্রোস ডিসকভারি, ডিস্ট্রো টিভি, সিমারোমি, হাঙ্গামা, নেক্সজিটিভি এবং ইয়াপ টিভির মতো ১৪ টি OTT প্ল্যাটফর্ম বান্ডিল করা থাকে। তাই আপাত দৃষ্টিতে ব্যয় সাপেক্ষ বলে মনে হলেও এটি বেশ সাশ্রয়ী। তবে, আপনি যদি উক্ত প্ল্যাটফর্মের কনটেন্ট না দেখতে চান, তাহলে আপনার পছন্দের প্ল্যাটফর্মের স্বতন্ত্র সাবস্ক্রিপশন নেওয়াই ভালো।

Tags:    

Similar News