8500 টাকার কমে সেরা দুই Smart TV, এখান থেকে আজই অর্ডার করুন
এই ইন্টারনেটের যুগে Smart TV-র প্রতি সকলের আগ্রহ বেড়ে যাওয়ায়, এই সেগমেন্টে বড় ধরনের পরিবর্তন এসেছে। আর সম্ভবত এই কারণেই ব্র্যান্ডগুলি ক্রমাগত সাশ্রয়ী মূল্যের নতুন নতুন Smart TV লঞ্চ করছে। তবে ভারতবর্ষে এখনো অনেক মানুষ আছেন যারা ঐতিহ্যবাহী টিভি ব্যবহার করছেন। কারণ দামের জন্য Smart TV এখনো তাদের নাগালের বাইরে। তবে টারো বাজেট যদি কম হয় এবং সে ১০,০০০ টাকার মধ্যে একটি নতুন Smart TV কিনতে চান তাহলে এখন অনলাইনে অনেক ভালো ভালো অপশন রয়েছে। আজ্ঞে হ্যাঁ, Kodak এবং VW-এর মতন কোম্পানিগুলি সাশ্রয়ী মূল্যে ভালো ভালো আধুনিক ফিচারের টিভি বাজারে এনেছে। আসুন এই টিভিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Kodak 32 Inch Special Edition Series HD Ready Smart LED TV 32SE500 1BL
কোডাকের এই ৩২ ইঞ্চি স্পেশাল এডিশন সিরিজ এইচডি রেডি স্মার্ট এলইডি টিভিটি জনপ্রিয় শপিং অ্যাপ অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে মাত্র ৮,৪৯৯ টাকায়। এছাড়াও, এই টিভিটি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে বিশেষ ছাড় সহ পাওয়া যাবে।
কোটাকের এই স্মার্ট টিভিতে একটি ৩২ ইঞ্চি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই টিভিতে প্রাইম ভিডিও, জি৫, ইউটিউবের মত অ্যাপগুলি সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসটির সাথে যে রিমোটটি দেওয়া হচ্ছে তাতে ইউটিউবের জন্য আলাদা বাটানও উপস্থিত
আবার কোডাকের এই স্মার্ট টিভিটিতে আছে ০.৫ জিবি র্যাম, ৪ জিবি ইনবিল্ট স্টোরেজ, লিনাক্স অপারেটিং সিস্টেম এবং মিরাকাস্ট সাপোর্ট। আর গ্রাফিক্সের জন্য রয়েছে Mali-450 জিপিইউ। এছাড়াও, এটি ৩০০ ওয়াট অডিও আউটপুট অফার করে। কোডাকের এই বাজেট টিভিটি ফ্রেমলেস স্ক্রিনসহ এসেছে। এতে তিনটি এইচডিএমআই এবং দুটি ইউএসবি পোর্টও দেওয়া হয়েছে। এছাড়াও, পারফরম্যান্সের জন্য এতে এমলজিক কোয়াডকোর প্রসেসর উপস্থিত।
VW 80 32 Inch Linux Series Frameless HD Ready Smart LED TV VW32C2
এখন অ্যামাজনে ভিডব্লিউ-এর এইচডি রেডি স্মার্ট এলইডি টিভিটি কিনতে পারবেন মাত্র ৭,৯৯৯ টাকায়। এছাড়াও, ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।
ভিডব্লিউ-এর ৩২ ইঞ্চির এই স্মার্ট টিভিতে দেওয়া হয়েছে একটি এইচডি রেডি (১৩৬৬×৭৭৮ পিক্সেল) স্ক্রিন, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই টিভির সাথে ব্যবহারকারীরা ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল স্ক্রিন উপভোগ করতে পারবেন। তাছাড়াও, ডিভাইসটি মিরাকাস্ট সাপোর্ট, ওয়াইফাই, দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং ২০ ওয়াটের সাউন্ড আউটপুট অফার করে। আর এই টিভিতে প্রাইম ভিডিও, ইউটিউব, জি৫ এবং সোনি লিভ-এর মতন অ্যাপগুলিও সাপোর্ট করে।