ঘরকে বানান থিয়েটার, সস্তায় 4K Google TV লঞ্চ করে সাড়া ফেল দিল Daiwa
পুজোর আগে নতুন টিভি কিনতে চাইলে সুখবর। Daiwa আজ ভারতে QLED Ultra HD Smart Google TV সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে 32 থেকে 55 ইঞ্চি পর্যন্ত HD ও 4K (UHD) স্মার্ট টিভি লঞ্চ করেছে তারা। এর মধ্যে কিছু মডেল LED ও কিছু QLED ডিসপ্লের সাথে এসেছে। নতুন এই টিভিগুলি 32 ইঞ্চি, 43 ইঞ্চি এবং 55 ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাবে। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Daiwa QLED Ultra HD Smart Google TV সিরিজের দাম
Daiwa এর 32 ইঞ্চি এইচডি এলইডি গুগল টিভির (32জি1এইচ) দাম রাখা হয়েছে 10,999 টাকা। আবার ফ্লিপকার্টে এর 43 ইঞ্চি কিউএলইডি আল্ট্রা এইচডি স্মার্ট গুগল টিভির দাম ধার্য করা হয়েছে 21,999 টাকা। এছাড়া 55 ইঞ্চি 4K কিউএলইডি গুগল টিভির (55জি1কিউ) মূল্য রাখা হয়েছে 34,990 টাকা। এদের সাথে 12 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।
আরও পড়ুন : Samsung Galaxy S24 FE: ফিচার্স ঝড় তুলবে, কেমন হবে স্যামসাংয়ের নয়া ফ্ল্যাগশিপ কিলার
Daiwa QLED Ultra HD Smart Google TV সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন
Daiwa এর 32 ইঞ্চি টিভিতে আছে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন, 43 ইঞ্চি এবং 55 ইঞ্চি টিভিতে পাওয়া যাবে 3840 x 2160 পিক্সেল রেজোলিউশনের স্ক্রিন। আগেই বলেছি এগুলি এলইডি এবং কিউএলইডি উভয় স্ক্রিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
আরও পড়ুন : পুজোর আগে ঘরে আনুন স্মার্ট টিভি, 14 হাজার টাকার কমে সেরা টিভি মডেল দেখুন
এদিকে Daiwa এর নতুন গুগল টিভি সিরিজে 10,000+ অ্যাপ ডাউনলোড করা যাবে। আবার 100,000+ সিনেমা, টিভি পর্ব, লাইভ চ্যানেল দেখা যাবে। স্মার্ট টিভিগুলি কাস্টম টুইন স্পিকার সহ এসেছে, যা ডলবি অডিও সাপোর্টসহ 20 ওয়াট (32 ইঞ্চি টিভি) এবং 24 ওয়াট (43 ইঞ্চি ও 55 ইঞ্চি টিভি) সাউন্ড দেবে।
আবার নতুন টিভিগুলিতে পাওয়া যাবে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ইনবিল্ট গুগল ক্রোমকাস্ট। এগুলিতে অন-স্ক্রীন গুগল কীবোর্ডও সমর্থন করে।