লাখ টাকার মাল অর্ধেক দামে, প্রায় 60 শতাংশ ছাড়ে মিলছে এইসব ব্র্যান্ডেড 65 ইঞ্চি Smart TV

Update: 2023-06-17 16:38 GMT

আপনি কি এই মুহূর্তে বড় ডিসপ্লেওয়ালা প্রিমিয়াম স্মার্ট টিভি (Smart TV) কিনতে চান? তাহলে Flipkart-এর বর্তমান কিছু অফার আপনার কিন্তু খুব কাজে আসবে। আসলে এই মুহূর্তে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি Sony এবং অন্যান্য নামী ব্র্যান্ডের ৬৫ ইঞ্চি টেলিভিশন কেনার ক্ষেত্রে দামের ওপর ৬০ শতাংশের ছাড় দিচ্ছে। Sony ছাড়াও, ডিসকাউন্ট সহ উপলব্ধ এই টিভিগুলির মধ্যে রয়েছে অন্যান্য অনেক কোম্পানির স্মার্ট টিভি। সাথে আছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। অর্থাৎ বিভিন্ন অফার মিলিয়ে আপনি অনেক সস্তায় ব্র্যান্ডেড টিভি কিনতে পারবেন। ফিচারের কথা বললে, এইসব টিভিতে শক্তিশালী সাউন্ড কোয়ালিটির সাথে চমৎকার পিকচার কোয়ালিটি মিলবে। তো আসুন এখন দেখে নিই Flipkart কোন প্রিমিয়াম টিভিতে কী অফার দিচ্ছে।

Flipkart Offer: লাখ টাকার এইসব টিভি পাবেন অর্ধেক দামে

১. iFFALCON by TCL U62 65 inch Ultra HD 4K LED Smart Google TV: এই টিভিটি এখন ১,২০,৯৯০ টাকার বদলে ফ্লিপকার্টে ৪৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। অন্যদিকে এটি কিনতে গিয়ে ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।

ফিচারের কথা বললে, আপনি এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৪কে (4K) আল্ট্রা-এইচডি ডিসপ্লে, ২৪ ওয়াট সাউন্ড আউটপুট এবং নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video) জাতীয় অ্যাপ প্রি-ইনস্টল অবস্থায় পাবেন।

২. TCL P635 65 inch Ultra HD 4K LED Smart Google TV: এই টিসিএল স্মার্ট টিভির এমআরপি (MRP) ১,২৫,৯৯০ টাকা। তবে ফ্লিপকার্ট এখন এটি ৫৮% ছাড়ে ৫১,৯৯০ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে এর দাম আরও ৪,০০০ টাকা পর্যন্ত কমানো যাবে। সাথে থাকবে ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ইএমআই স্কিমের সুবিধা।

টিসিএল স্মার্ট টিভিটিতেও আগের টিভিটির অনুরূপ ফিচার মিলবে।

৩. SONY Bravia 65 inch Ultra HD (4K) LED Smart Google TV (KD-65X75K): সনির এই স্মার্ট টিভি কিনতে চাইলে আপনাকে ৭৬,৪৯০ টাকা ব্যয় করতে হবে, যার দাম এমনিতে ১,৩৯,৯০০ টাকা। এতেও নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে ৪,০০০ টাকার ডিসকাউন্ট এবং ১১,০০০ টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

এই টিভি কিনলে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৪কে আল্ট্রা এইচডি ডিসপ্লে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট, ডলবি অডিও সাপোর্ট এবং বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস পাবেন।

Tags:    

Similar News