টিভিতে IPL দেখার মজা হবে দ্বিগুণ, Jio Cinema হাত মেলালো LG এর সাথে

By :  SUMAN
Update: 2023-04-15 11:02 GMT

গতমাসের শেষ থেকে শুরু হয়েছে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (IPL)। ইতিমধ্যেই সমস্ত দল তাদের শক্তি দেখিয়েছে। অবিশ্বাস্য কিছু ইনিংসের সাক্ষী থেকেছি আমরা। যারপর IPL 2023-এর জনপ্রিয় আরও বেড়েছে। এক্ষেত্রে সকলের পক্ষে স্টেডিয়ামে গিয়ে বা অফিসে থাকাকালীন টেলিভিশনে ম্যাচ দেখা সম্ভব হয় না। এরকম দর্শকদের জন্য এতদিন 'ওভার-দ্য-টপ' (OTT) অ্যাপগুলি সাবস্ক্রিপশনের বিনিময়ে ম্যাচ দেখার সুবিধা প্রদান করতো। কিন্তু এই বছর আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ডিজিটাল পার্টনারশিপ রাইট হস্তান্তরিত হয়েছে Reliance Industries Limited (RIL) মালিকানাধীন JioCinema প্ল্যাটফর্মের হাতে। যেখানে Jio এবং অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহকরা বিনামূল্যে আইপিএল ম্যাচ দেখতে পাচ্ছে। স্মার্ট টিভি থেকেও কোনো অর্থ ব্যয় না করে 4K রেজোলিউশনে ম্যাচ দেখা যাচ্ছে। আজ আবার মুকেশ আম্বানি পরিচালিত এই বিনোদনমূলক প্ল্যাটফর্মটি, ভারতীয় বাজারে উপলব্ধ যাবতীয় LG ব্রান্ডিংয়ের OLED স্মার্ট টিভির মাধ্যমে দুর্দান্ত ভিউয়িং কোয়ালিটির সাথে IPL টুর্নামেন্টের ম্যাচ টেলিকাস্ট করার জন্য LG Electronics সংস্থার সাথে যৌথভাবে কাজ করার কথা জানালো।

এই বিষয়ে Viacom18 -এর স্পোর্টস হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপস হর্ষ শ্রীবাস্তব (Hursh Shrivastava) মন্তব্য করেছেন যে - এলজি সংস্থার সাথে অংশীদারিত্বের ফলে ক্রিকেট অনুরাগীরা এখন টপ-নচ অ্যাকশন এবং ফিচারের সাথে বাউন্ডারি সাইড ভিউ উপভোগ করতে সক্ষম হবেন। যার মধ্যে আবার বেশ কয়েকটি ফিচারকে প্রথমবারের জন্য IPL ভক্তদের কথা ভেবে নিয়ে আসা হচ্ছে।

এই বছরে আয়োজিত IPL টুর্নামেন্টকে ১৬টি 'ইউনিক' ফিড সহ ১২টি ভিন্ন ভাষায় স্ট্রিম করছে জিওসিনেমা। ফিডগুলির তালিকায় সামিল রয়েছে - ইনসাইডার ফিড, হ্যাঙ্গআউট ফিড, ফ্যান্টাসি ফিড এবং ফ্যানজোন ফিড ইত্যাদি। রিলায়েন্স জিও -এর বিবৃতি অনুসারে, এলজি ব্র্যান্ডিংয়ের OLED স্মার্ট টিভি ব্যবহারকারীরা জিওসিনেমা অ্যাপ ইনস্টল করে IPL -এর লাইভ টেলিকাস্ট, ম্যাচ হাইলাইট ইত্যাদি কন্টেন্টগুলি অ্যাক্সেস করতে পারবেন। শুধু তাই নয়, সাথে ৪কে (4k) রেজোলিউশনে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' -এর স্ট্রিমিং দেখতেও সক্ষম হবেন।

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার হোম এন্টারটেইনমেন্ট ডিভিশনের বিজনেস হেড গিরিসান টি গোপি (Gireesan T Gopi) বলেছেন, "জিওসিনেমার সাথে আমাদের এই অংশীদারিত্ব গ্রাহকদের সম্ভাব্য সেরা বিনোদনমূলক কনটেন্ট দেখার অভিজ্ঞতা প্রদান করবে, যার প্রতিশ্রুতি বরাবর এলজি দিয়ে এসেছে।"

Tags:    

Similar News