ভারতে একসাথে 21টি Smart TV আনল LG, লঞ্চ হয়েছে বিশ্বের প্রথম ফ্লেক্সিবল টিভিও
এখনকার সময়ে অধিকাংশই স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বাড়িতে একটি ব্র্যান্ড নিউ (পড়ুন প্রিমিয়াম) স্মার্ট টিভি আনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড LG গতকাল ভারতের বাজারে নতুন ফ্লেক্সিবল ওলেড টিভির বিস্তৃত লাইনআপ লঞ্চ করেছে৷ মজার ব্যাপার হল, এই লাইনআপের অধীনে বিশ্বের একমাত্র 8K OLED Z3 সিরিজ বাজারে পা রেখেছে। এর সাথে OLED Evo Gallery Edition G3 সিরিজ, OLED Evo C3 সিরিজ, OLED B3 এবং A3 সিরিজ মিলিয়ে সর্বমোট ২১ টিভি লঞ্চ করেছে সংস্থা। এগুলি ৪২ ইঞ্চি থেকে ৯৭ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজে কেনা যাবে। তাই আপনি যদি বড় ডিসপ্লে এবং একাধিক লেটেস্ট ফিচার বিশিষ্ট টিভি কিনতে চান, তাহলে এই LG Smart TV-গুলির কথা ভেবে দেখতে পারেন। আসুন এখন LG টিভি সিরিজের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।
নতুন LG Smart TV-গুলির দাম
এলজির ওলেড টিভি লাইনআপের দাম শুরু হচ্ছে ১,১৯,৯৯০ টাকা থেকে, অন্যদিকে রোলেবল টিভিগুলি কিনতে গেলে সর্বোচ্চ ৭৫,০০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে।
সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ LG OLED Flex টিভি
এলজির নতুন টিভি লাইনআপে ওলেড ফ্লেক্স (LX3) মডেল বিশ্বের প্রথম ফ্লেক্সিবল ৪২ ইঞ্চি ওলেড স্ক্রিন বিশিষ্ট টিভি যা গেমিং, লাইভ টিভি এবং কন্টেন্ট স্ট্রিমিংয়ের জন্য অপ্টিমাইজ করা যাবে। এক্ষেত্রে এর ইউজাররা নিজের পছন্দ অনুযায়ী, এলজি ওলেড ফ্লেক্সের স্ক্রিন সোজা করতে বা বাঁকাতে পারবেন, কারণ এটিতে ২০ লেভেল পর্যন্ত বক্রতা এবং ১০ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলের অপশন রয়েছে। ডিসপ্লে ফিচারের কথা বললে, এই এলজি টিভিটি ১০০ শতাংশ কালার ফিডেলিটি সার্টিফিকেশনসহ ডলবি ভিশন গেমিং ও ওলেড ইভিও প্রযুক্তি মিলবে। এটির ৪কে (4K) ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়া এতে এআই পিকচার প্রো প্রযুক্তি থাকায় স্বচ্ছ, সুস্পষ্ট এবং বিশদ ছবি দেখা যাবে।
এখানেই আকর্ষণের শেষ নেই। এলজি, এই টিভিতে আলফা সিরিজের উন্নতমানের প্রসেসর ব্যবহার করেছে, যা ভালো ছবি এবং সাউন্ড আউটপুট অফার করতে এলজির এআই (AI) ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে। অন্যদিকে সাউন্ড আউটপুটের জন্য এটি বহন করবে দুটি ফ্রন্ট-ফায়ারিং ৪০ ওয়াট স্পিকার এবং ডলবি অ্যাটমোস প্রযুক্তি। সাথে থাকবে বিল্ট-ইন ডুয়াল মাইক, মাল্টি-ভিউ ফাংশনসহ হাই-ডেফিনিশন ক্যামেরা ও ভিডিও কনফারেন্সিং, ফিটনেস সেশন এবং আরও অনেক স্মার্ট ফিচার। কানেক্টিভিটির জন্য এই টিভিতে এইচডিএমআই ২.১ প্রযুক্তিরও সাপোর্ট পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই টিভির সাথে ফ্রি অ্যাক্সেসরি হিসেবে স্মার্ট ক্যামেরা মিলবে।