EnvisionX: ফোন নয়, একসাথে 3টি নতুন Smart TV লঞ্চ করল Motorola, স্ক্রিন কোয়ালিটি চোখ ধাঁধিয়ে দেবে

Update: 2024-05-11 06:37 GMT

ভারতের বাজারে স্মার্ট টিভির চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে জনপ্রিয় মোবাইল তথা টেক ব্র্যান্ড Motorola, সম্প্রতি এদেশে তার লেটেস্ট Motorola EnvisionX Spectra mini LED টিভি সিরিজ লঞ্চ করল। এই টিভিগুলি ৫০ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি – তিনটি স্ক্রিন সাইজে এসেছে। এগুলির ডিসপ্লে বেশ নতুন ধরণের, যার ফলে ইউজাররা ভরপুর বিনোদন পাবেন। তবে টিভিগুলি কিনতে মোটা টাকা খরচ করতে হতে পারে। চলুন, এক নজরে Motorola EnvisionX Spectra mini LED টিভি সিরিজের দাম, লভ্যতা এবং মূল ফিচারগুলি দেখে নিই।

Motorola EnvisionX Spectra Mini LED TV-র মূল্য, প্রাপ্যতা

মোটোরোলার এনভিশন স্পেকট্রা মিনি এলইডি টিভি সিরিজের দাম শুরু হচ্ছে ৩৮,৯৯৯ টাকা থেকে। এই টেলিভিশনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে বিশেষ অফারে কেনা যাবে – তবে আপাতত শুধুমাত্র ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলগুলিই অর্ডার করা যাবে, ৬৫ ইঞ্চি মডেলটি খুব তাড়াতাড়ি অর্ডারের জন্য উপলব্ধ হবে।

https://twitter.com/motorolaindia/status/1788865542972928404

Motorola EnvisionX Spectra Mini LED TV-র স্পেসিফিকেশন

আগেই বলেছি নতুন Motorola EnvisionX Spectra Mini LED TV সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ হয়েছে, যাদের স্ক্রিন সাইজ ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। এক্ষেত্রে প্রতিটি টিভিতেই হাই কনট্রাস্ট ও ৫০০ নিটস ব্রাইটনেস বিশিষ্ট 4K মিনি কিউএলইডি ব্যাকলাইট প্যানেল রয়েছে, সাথে আছে ১৪০ ডিমিং জোন পিক্সেলের ফিচার।
এগুলি ১.০৭ বিলিয়ন লাইভ কালার সাপোর্ট করে।
আবার পারফরম্যান্সের জন্য টিভিগুলিতে মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, রয়েছে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি মেমরি স্টোরেজও।

অন্যান্য ফিচারের কথা বললে, মোটোরোলার এই টিভি লাইনআপ সফ্টওয়্যার ফ্রন্টে গুগল টিভি ওএসের সাহায্যে চলে। সাউন্ড আউটপুটের জন্য টিভিগুলিতে ২০ ওয়াটের দুটি স্পিকার বর্তমান। অন্যদিকে কানেক্টিভিটির জন্য মিলবে তিনটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট। আর স্মার্ট টিভি হওয়ায় এগুলির ক্রেতারা নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video) এবং ডিজনি+হটস্টার (Disney+Hotstar)-এর মতো ওটিটি অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস পাবেন।

Tags:    

Similar News