অসাধারণ কালার-ক্লারিটির সঙ্গে নতুন স্মার্ট টিভি লঞ্চ করল OnePlus, দাম মাত্র 21,999 টাকা

Update: 2023-04-06 17:54 GMT

ওয়ানপ্লাস (OnePlus) আজ ভারতে একটি নতুন Y1S সিরিজের স্মার্ট টিভি লঞ্চ করেছে। এটি কোম্পানির বাজেট স্মার্ট টিভি লাইনআপের একটি নতুন ৪০ ইঞ্চি ভ্যারিয়েন্ট। এই মডেলটি গত বছর লঞ্চ হওয়া OnePlus TV Y1S-এর ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজের বিকল্পগুলির সাথে সিরিজে যোগদান করেছে। এই মিড-টিয়ার ৪০ ইঞ্চির সংস্করণটি সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত বিকল্প হবে, যারা একটি বড় ডিসপ্লে খুঁজছেন এবং অতিরিক্ত খরচ না করেই ৪৩ ইঞ্চির ভ্যারিয়েন্টের ফিচারগুলিও এতে পেয়ে যাবেন। ৪০ ইঞ্চির OnePlus TV Y1S স্মার্ট টিভিটি Android TV 11 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ২০ ওয়াট স্পিকার এবং MediaTek MT9216 কোয়াড-কোর প্রসেসর রয়েছে। আসুন তাহলে ভারতে নতুন ওয়ানপ্লাস টিভিটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

ভারতে ৪০ ইঞ্চির OnePlus TV Y1S-এর দাম এবং লভ্যতা

ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস-এর ৪০ ইঞ্চির ভ্যারিয়েন্টটি ৩২ ইঞ্চির এবং ৪৩ ইঞ্চির ভ্যারিয়েন্টের মাঝে অবস্থান করছে। ভারতে এর দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। স্মার্ট টিভিটি ওয়ানপ্লাসের অনলাইন স্টোরের পাশাপাশি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), ফ্লিপকার্ট (Flipkart)-এর মতো ই-কমার্স সাইটে আগামী ১৪ এপ্রিল থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে।

৪০ ইঞ্চির OnePlus TV Y1S-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস-এর ৪০ ইঞ্চির ভ্যারিয়েন্টে ৪৩ ইঞ্চির মডেলের মতোই বৈশিষ্ট্যগুলি রয়েছে। স্ক্রিনটির চারপাশে খুব পাতলা বেজেল সহ একটি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। সেন্সর এবং মধ্যবর্তী স্থানে ওয়ানপ্লাস লোগোর জন্য স্ক্রিনের নীচের অংশে একটি সামান্য পুরু চিন বর্তমান। এটি এইচডিআর১০, এইচডিআর১০+ এইচএলজি সাপোর্ট করে৷ এলইডি টিভিটি আরও ভালো কালার, ডায়নামিক রেঞ্জ এবং স্বচ্ছতার জন্য ওয়ানপ্লাস গামা ইঞ্জিন সাপোর্ট করে৷ ডিসপ্লের মাল্টিমিডিয়া অভিজ্ঞতা বৃদ্ধি করতে, ওয়াই১এস ৪০-ইঞ্চি স্মার্ট টিভি ডলবি অডিও সাপোর্ট করে। এই স্মার্ট টিভিতে ২০ ওয়াট স্পিকার সেটআপও রয়েছে। ওয়ানপ্লাসের অ্যান্ড্রয়েড টিভিটি কর্টেক্স-এ৫৫ কোর এবং মালি জি৩২ এমপি২ জিপিইউ সহ মিডিয়াটেক এমটি৯২১৬ কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত। এই বাজেট স্মার্ট টিভিটি ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে।

স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেম ভিত্তিক অক্সিজেনপ্লে ২.০ (OxygenPlay 2.0) ইউজার ইন্টারফেসে রান করে। ব্যবহারকারীরা অক্সিজেনপ্লে ২.০-এর অংশ হিসাবে সরাসরি ২৩০ টিরও বেশি লাইভ চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন এবং সাম্প্রতিক খবরের সাথে নিজেদেরকে আপডেট রাখতে পারবেন।

এর পাশাপাশি, ইউজাররা OnePlus TV Y1S স্মার্ট টিভির সাথে তাদের OnePlus Buds বা OnePlus Watch সংযোগ করে কোম্পানির ইকোসিস্টেমের অভিজ্ঞতা পেতে পারেন। ব্যবহারকারীরা ওয়ানপ্লাস কানেক্ট ২.০ (OnePlus Connect 2.0) ব্যবহার করে তাদের স্মার্টফোনটিকে টিভিতে সংযুক্ত করতে পারেন এবং ওয়ানপ্লাস ইকোসিস্টেমের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এছাড়া, ৪০ ইঞ্চির OnePlus TV Y1S টিভি-তে নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) বাটন সহ একটি ব্লুটুথ রিমোটের পাশাপাশি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ডেটা সেভার, গুগল অ্যাসিস্ট্যান্ট, বিল্ট-ইন ক্রোমকাস্ট, মিরাকাস্ট ইত্যাদির জন্যও সাপোর্ট রয়েছে। এই টিভিতে এইচডিএমআই ২.০ (HDMI 2.0) এবং দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, এতে একটি আরজে৪৫ (RJ45) সংযোগকারী পোর্ট এবং ব্লুটুথ ৫.০ (Bluetooth 5.0)-এর জন্য সাপোর্ট মিলবে।

Tags:    

Similar News