OnePlus ফ্যানদের জন্য বড় ধাক্কা, বিক্রি বন্ধ হচ্ছে এই জনপ্রিয় প্রোডাক্টের

By :  techgup
Update: 2024-03-21 09:15 GMT

BBK Electronics অধীনস্থ জনপ্রিয় চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা OnePlus ভারতে সম্ভবত আর Smart TV বিক্রি করতে আগ্রহী নয়। আসলে সংস্থাটি আজ তাদের অফিসিয়াল ভারতীয় ওয়েবসাইট থেকে টেলিভিশন এবং ডিসপ্লে বিভাগগুলি সরিয়ে নিয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে যে, OnePlus ভারতে তাদের ব্যবসায়িক কৌশলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে।

2019 সালে সংস্থাটি তাদের প্রথম OnePlus TV Q1 সিরিজ লঞ্চ করে। পরবর্তীকালে তারা পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের স্মার্টটিভি মডেল যুক্ত করে। তবে গত বছর থেকে সংস্থাটি নতুন কোনো টিভির মডেল লঞ্চ করেনি। এখন আবার ওয়ানপ্লাস ইন্ডিয়া তাদের ওয়েবসাইট থেকে পুরনো স্মার্টটিভির মডেলগুলি অপসারণ করল। তাই মনে করা হচ্ছে, সংস্থাটি তাদের প্রোডাক্টগুলির পুনর্মূল্যায়ন করতে চলেছে। উল্লেখ্য, এই বিষয়ে সংস্থাটি এখনো কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

এদিকে, বিবিকে ইলেকট্রনিক্সের অধীনস্থ আরেকটি সংস্থা Realme-ও ভারতে তাদের স্মার্টটিভিগুলির উৎপাদন এবং বিক্রয় বন্ধ করে দিয়েছে। তবে, ওয়ানপ্লাস এবং রিয়েলমির টিভিগুলি থার্ড পার্টি ই-কমার্স প্ল্যাটফর্মে এখনো তালিকাভুক্ত রয়েছে। মনে করা হচ্ছে, এগুলির পর আর নতুন করে কোনো স্মার্টটিভি এই থার্ড পার্টি ই-কমার্স সাইটগুলিতে বিক্রি করা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য প্রোডাক্ট বাদ দিলেও লক্ষ্য করা যায় যে, ভারতের স্মার্টফোন বাজারে ওয়ানপ্লাসের গভীর প্রভাব পড়েছে। কাউন্টার পয়েন্ট রিসার্চ-এর মাসিক ইন্ডিয়া স্মার্টফোন ট্র্যাকার অনুসারে, 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির 68 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এই সাফল্যের উপর ভিত্তি করে OnePlus 2024 সালে OnePlus 12 এবং OnePlus 12R এই দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও সংস্থাটি এপ্রিল মাসের প্রথমে OnePlus Nord CE 4 ডিভাইসটি নিয়ে আসার কথা ঘোষণা করেছে, ভারতে যার সম্ভাব্য মূল্য রাখা হতে পারে 30,000 টাকার কম।

Tags:    

Similar News