আজ থেকে ভারতে শুরু হল Samsung-এর নতুন Neo QLED TV রেঞ্জের প্রি-বুকিং, অর্ডার করলে মিলবে ছাড়

Update: 2023-04-21 11:41 GMT

চলতি বছরের জানুয়ারিতে অর্থাৎ মাস চারেক আগে CES 2023 ইভেন্টে লঞ্চ হয়েছিল Samsung-এর নতুন প্রিমিয়াম Neo QLED TV লাইন-আপ। এরপর বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে এই ব্র্যান্ড-নিউ টিভিগুলি ভারতের বাজারে পা রাখল। সম্প্রতি বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানিটি তার এই Neo QLED TV লাইনআপের জন্য 'আর্লি অর্ডার' (Early Order) অফার ঘোষণা করেছে – যার জেরে আগ্রহীরা আজ মানে ২১শে এপ্রিল থেকে আগামী ৩রা মে অবধি সময়ের মধ্যে এই Samsung টিভিগুলি বুক করতে পারবেন। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) এবং Flipkart, Amazon-এর মত ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের সমস্ত বড় (পড়ুন শীর্ষস্থানীয়) কনজিউমার ইলেকট্রনিক্স স্টোর থেকে অগ্রিম অর্ডারের সুবিধা পাওয়া যাবে।

আগেভাগে নতুন Samsung TV বুক করলে পাবেন ছাড়

উল্লেখ্য, এই অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে আরও কিছু সুবিধা দেওয়া হবে বলে স্যামসাং নিশ্চিত করেছে। যেমন, এক্ষেত্রে নতুন নিও কিউএলইডি ২০২৩ সিরিজের ক্রেতারা মাত্র ৫,০০০ টাকার বিশেষ মূল্যে ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলগুলির বুক করে রাখতে পারবেন। শুধু তাই নয়, যখন তারা পাকাপাকিভাবে টিভিগুলি কিনবেন তখন কেনাকাটার ওপর মিলবে ১০,০০০ টাকা ছাড়৷

একইভাবে, ব্র্যান্ডের ৮কে (8K) রেজোলিউশন বিশিষ্ট ৬৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভিগুলির বুকিংয়ের জন্যও ৫,০০০ টাকা দিতে হবে, তবে এগুলির চূড়ান্ত কেনাকাটায় ১৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে৷

আগের থেকেও বেশি 'দারুণ' Samsung-এর টিভি

স্যামসাংয়ের মতে, নিও কিউএলইডি টিভিগুলি 'মোর ওয়াও দ্যান এভার' (More WOW than Ever) অর্থাৎ আগের চেয়েও দারুণ অভিজ্ঞতা প্রদান করবে – এই টিভিগুলিতে মিলবে নিখুঁত ছবি এবং উন্নতমানের সাউন্ড কোয়ালিটি। কারণ এগুলিকে ইউজারদের বিকশিত জীবনধারার সাথে সামঞ্জস্য রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এক্ষেত্রে সমগ্র নতুন স্যামসাং নিও কিউএলইডি লাইনআপে প্যানটোন (PANTONE) ভ্যালিডেশন, অটো এইচডিআর (HDR) রিমাস্টারিং, বিল্ট-ইন আইওটি (IoT) হাব এবং বিশেষ সেন্সর দেওয়া হয়েছে৷ এগুলিতে আছে প্রচুর স্মার্ট ফিচারও, যার ফলে ব্যবহারকারীরা সেরা বিনোদন পাবেন।

Tags:    

Similar News