বিদেশি কোম্পানিদের টেক্কা দিতে আসরে দেশীয় কোম্পানি, সস্তায় লঞ্চ হল ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি Smart TV

By :  techgup
Update: 2022-12-17 17:17 GMT

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল দেশীয় টেলিভিশন প্রস্তুতকারী সংস্থা SENS-এর একগুচ্ছ নতুন স্মার্ট টিভি। এগুলির মধ্যে থাকছে Dwinci 55″ এবং 65″ QLED Google TV এবং Pikaso 50” এবং 55” 4K UHD Android TV। তাছাড়াও সংস্থাটি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ভ্যারিয়েন্টের নতুন মডেলও এনেছে, যেগুলি অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলবে। SENS-এর নতুন স্মার্ট টিভিগুলিতে রয়েছে লুমিসেন্স এবং ফ্লুরোসেন্স ডিসপ্লে প্যানেল। তবে এই প্যানেলগুলি ৪৩ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি মডেলেই উপলব্ধ। উপরন্তু ইউজাররা এই টিভিগুলিতে কিডস প্রোফাইল আলাদা করে বেছে রাখতে পারবেন। যার ফলে বাচ্চারা তাদের বয়স অনুযায়ী কনটেন্ট দেখতে পাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন স্মার্ট টিভিগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

SENS Dwinci 55 & 65 QLED Google TV এবং Pikaso 50 & 55 4K UHD Android TV- দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে সেন্স স্মার্ট টিভির ডুইনসি সিরিজের ৫৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৩৩,৯৯৯ টাকা এবং ৬৫ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ৪২,৯৯৯ টাকা। পাশাপাশি পিকাসো সিরিজের ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি 4K অ্যান্ড্রয়েড টিভির দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা। বর্তমানে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে টিভিগুলি কিনতে পাওয়া যাচ্ছে।

SENS Dwinci 55 & 65 QLED Google TV এবং Pikaso 50 & 55 4K UHD Android TV এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত SENS Dwinci সিরিজের মধ্যে রয়েছে ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি QLED 4K গুগল টিভি এবং এগুলি লুমিসেন্স প্যানেল, ডলবি ভিশন এবং বেজেল লেস ডিজাইনের সাথে এসেছে। তাছাড়া, টিভিগুলিতে গুগল টিভি অপারেটিং সিস্টেম থাকায় দশ হাজারেরও বেশি অ্যাপসের মধ্যে থেকে পছন্দের অ্যাপস বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। আর এই টিভিগুলিতে থাকছে ২০ ওয়াট স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।

অন্যদিকে, Pikaso সিরিজের স্মার্ট টিভিগুলিতে থাকছে ফ্লুরোসেন্স প্যানেল। যার ফলে ছবির ডেপ্থ ভালো হবে এবং ইউজার দুর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন। তাছাড়া এই স্মার্ট টিভিগুলির সাথে যে রিমোট দেওয়া হবে, সেগুলিতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। শুধু তাই নয়, Pikaso 50” & 55” 4K UHD অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলিতে দেওয়া হয়েছে ২০ ওয়াট স্পিকার, যা ডলবি অডিও এবং ডিটিএস সাপোর্ট করবে।

উপরে উল্লেখিত সিরিজগুলি ছাড়াও SENS ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি মডেলের টিভিও এনেছে, যেগুলি অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে রান করবে।

Tags:    

Similar News