৪৩ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি সাইজের ১৩টি নতুন Smart TV একসাথে লঞ্চ করল Sony, দাম শুনলে মাথা ঘুরবে!
বর্তমান সময়ে স্মার্ট টিভি (Smart TV) বাজারে ভীষণভাবে ট্রেন্ডে চলছে। এদিকে বছরের পর বছর ধরে অধিকাংশ ভারতীয়ই টেলিভিশন ব্যবহারের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা পেতে Sony-র Bravia মডেলগুলি অত্যন্ত পছন্দ করেন। সেক্ষেত্রে এদেশের গ্রাহকদের আকর্ষিত করতে অতিসম্প্রতি Sony India ভারতে নতুন Bravia Professional স্মার্ট টিভি লঞ্চ করেছে। আর অবাক করার ব্যাপার এটাই যে, একটি-দুটি নয়, বরঞ্চ একসাথে ১৩টি মানে এক ডজনেরও বেশি লেটেস্ট টিভি নিয়ে এসেছে সংস্থাটি। এই নতুন টিভি সম্ভার BZ40L, BZ35L এবং BZ30L সিরিজের অধীনে লঞ্চ হয়েছে, যেখানে ক্রেতারা ৪৩ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ বিকল্প হিসেবে পাবেন। যদিও এই টিভিগুলি চাইলেও সবাই চট করে কিনতে পারবেননা, তার কারণ এই Sony Bravia টিভিগুলির প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে ১,০০,০০০ টাকা থেকে।
এই ১৩টি Bravia TV লঞ্চ করেছে Sony
১. BZ40L সিরিজ: সনির এই সিরিজের অধীনে ৫৫ ইঞ্চি FW-55BZ40L মডেল, ৬৫ ইঞ্চি FW-65BZ40L, ৭৫ ইঞ্চি FW-75BZ40L এবং ৮৫ ইঞ্চি FW-85BZ40L মডেল লঞ্চ হয়েছে।
২. BZ35L সিরিজ: এই সিরিজে মোট তিনটি মডেল দেখা যাবে – ৫৫ ইঞ্চির FW-55BZ35L টিভি, ৬৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট FW-65BZ35L মডেল এবং ৭৫ ইঞ্চি স্ক্রিন সাইজের FW-75BZ35L মডেল।
৩. BZ30L সিরিজ: এতে ৪৩ ইঞ্চি FW-43BZ30L, ৫০ ইঞ্চি FW-50BZ30L, ৫৫ ইঞ্চি FW-55BZ30L, ৬৫ ইঞ্চি FW-65BZ30L, ৭৫ ইঞ্চি FW-75BZ30L এবং ৮৫ ইঞ্চি FW-85BZ30L মডেল বিকল্প হিসেবে।
স্পেসিফিকেশনের কথা বললে এই ১৩টি নতুন সনি ব্রাভিয়া টিভিই রিসাইকেল (পুনর্ব্যবহৃত) প্লাস্টিক ব্যবহার করে তৈরি হয়েছে। টিভিগুলি বিদ্যুতের ব্যবহার নিরীক্ষণে সহায়তা করবে, কারণ কোম্পানি এগুলিতে ইকো (ECO) ড্যাশবোর্ড দিয়েছে। এগুলির ডিসপ্লেতে ৪কে এইচডিআর (4K HDR)-এর অভিজ্ঞতা পাওয়া যাবে। শুধু তাই নয়, এগুলিতে ২৪/৭ অপারেশন, ইজি সেটআপ, স্ক্রিন মিররিং এবং নজরকাড়া ডিজাইন দেখা যাবে। এর মধ্যে BZ40L এবং BZ35L মডেলগুলিতে বেশি স্টোরেজ স্পেস রয়েছে এবং সহজে মাউন্ট করার সমস্ত মডেলে নতুন কিট বর্তমান।
Sony Professional Bravia টিভির দাম, লভ্যতা
সনির নতুন BZ40L, BZ35L এবং BZ30L টিভি সিরিজ আগামী ২৫শে আগস্ট থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। এর মধ্যে FW-43BZ30L মডেলের দাম পড়বে ১,০০,০০০ টাকা (এটিই সর্বনিম্ন দাম), যেখানে FW-50BZ30L টিভিটি ১,২৫,০০০ টাকায় এবং FW-55BZ30L মডেল ১,৫০,০০০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে FW-65BZ30L, FW-75BZ30L ও FW-85BZ30L মডেলগুলি কিনতে যথাক্রমে ২,০০,০০০ টাকা, ৩,৫০,০০০ টাকা ও ৫,০০,০০০ টাকা খরচ পড়বে।
একইভাবে FW-55BZ35L টিভি ২,০০,০০০ টাকায়, FW-65BZ35L টিভি ২,৫০,০০০ টাকায় ও FW-75BZ35L টিভিটি ৪,৫০,০০০ টাকায় মিলবে। আবার FW-55BZ40L, FW-65BZ40L, FW-75BZ40L এবং FW-85BZ40L মডেলের দাম ধার্য করা হয়েছে ২,২৫,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা এবং ৭,০০,০০০ টাকা।