TCL আনল 50 ইঞ্চি স্ক্রিনের Smart TV, রিমোট ছাড়াই করতে পারবেন কন্ট্রোল

By :  techgup
Update: 2024-08-27 02:56 GMT

TCL লঞ্চ করল নতুন 50 ইঞ্চি স্মার্ট টিভি- 50T5K। এই টিভিতে রয়েছে দারুণ সব ফিচার। এতে 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর সাউন্ডের জন্য এই টিভিতে ব্যবহার করা হয়েছে Onkyo Hi-Fi সাউন্ড। এটি রিমোট ছাড়াই নিয়ন্ত্রণ করা যায়। টিসিএলের নতুন এই টিভির সেল শুরু হবে 31 আগস্ট থেকে। আসুন TCL 50T5K টিভির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

TCL 50T5K টিভির স্পেসিফিকেশন ও দাম

টিসিএল এর এই টিভিতে আছে 50 ইঞ্চি কিউএলইডি কোয়ান্টাম ডট ডিসপ্লে। এই ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও 98%। ছবির মান ভালো করতে, টিসিএল এতে কোয়ান্টাম ডট প্রো 2024 প্রযুক্তি দিয়েছে। আর টিভিটির ডিসপ্লে কম নীল আলোর জন্য টিইউভি রাইনল্যান্ড শংসাপত্র পেয়েছে।

আবার নতুন এই টিভিতে বিল্ট-ইন টি2 ইমেজ কোয়ালিটি চিপ এবং ডলবি ভিশন পাওয়া যাবে। আর 178 ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের এই টিভিতে রয়েছে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। পারফরম্যান্সের জন্য টিসিএলের এই নতুন টিভিতে 1.9 গিগাহার্টজ ক্লক রেটের A55 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

সাউন্ডের জন্য এই টিভিতে পাওয়া যাবে ওঙ্কিও হাই-ফাই সাউন্ড। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 2 এইচডিএমআই 2.1 পোর্ট, 2 ইউএসবি এ3.0 পোর্ট, 1 ইউএসবি-এ 2.0 পোর্ট, একটি এভি ইনপুট, একটি আরজে45 ইথারনেট পোর্ট, একটি আরএফ অ্যান্টেনা ইনপুট এবং একটি 3.5 মিমি অডিও আউটপুট জ্যাক। গতকাল রাতে চীনে লঞ্চ হয়েছে এই টিভি। এর দাম 2099 ইউয়ান (24,700 টাকা)।

Tags:    

Similar News