মাত্র 2199 টাকায় পাবেন Smart TV-র বিনোদন, অফারের কামাল নাকি অন্য কিছু?
এখনকার সময়ে সকলেই বিনোদনের জন্য স্মার্ট টিভি (Smart TV) পছন্দ করছেন। কিন্তু এই ধরণের আধুনিক ফিচারযুক্ত টিভি কেনা একটু হলেও ব্যয়বহুল ব্যাপার। তবে আজ আমরা এমন এক কৌশলের কথা বলব, যাতে করে নতুন টিভি কেনার ঝামেলা তো শেষ হবেই তাছাড়াও আপনার পুরোনো টিভি, স্মার্ট টিভির মতোই ঝকঝকে পরিষেবা দেবে। আর এর জন্য আপনাকে বেশি খরচও করতে হবেনা, মাত্র ২,০০০ টাকার কাছাকাছি খরচ করেই আপনার সাধারণ টিভিকে 'স্মার্ট' করে তুলতে পারবেন। এক্ষেত্রে শুধু ব্যবহার করতে হবে d2h Android Box। চলুন তাহলে, গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
২,১৯৯ টাকা দিয়ে ব্যবহার করুন d2h Android Box, সাধারণ টিভি হবে 'স্মার্ট'
ডি-টু-এইচ ভারতের অন্যতম বৃহত্তম ডিটিএইচ (DTH) বা ডাইরেক্ট-টু-হোম সার্ভিস প্রোভাইডার। আর এই সংস্থাই বর্তমানে গ্রাহকদের মাত্র ২,১৯৯ টাকায় একটি অ্যান্ড্রয়েড এসটিবি (STB) বা সেট-টপ বক্স অফার করছে। এটিকে ব্যবহার করে টিভিতে আধুনিক ফিচার বা ডি-টু-এইচ স্ট্রিমিং ফিচার পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে?
d2h Android Box-এর ফিচার
এক্ষেত্রে বলি, ডি-টু-এইচ অ্যান্ড্রয়েড বক্স ইউজারদের ২কে এইচডি (2K HD) রেজোলিউশনে কন্টেন্ট দেখতে দেয়। এতে বিল্ট-ইন ওয়াই-ফাই (Wi-Fi) সাপোর্ট রয়েছে, সাথে আছে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্টও যা ভয়েস কমান্ড ফিচার ব্যবহার করতে দেবে। এছাড়াও এতে মিলবে ডলবি অডিও সাপোর্ট।
আবার যেহেতু এই সেট-টপ বক্স অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে কাজ করে, তাই গুগল প্লে স্টোর (Google Play Store)-ও এবং বিভিন্ন অ্যাপ (এমনকি Voot, SonyLIV, Amazon Prime, Zee5-এর মতো OTT অ্যাপও) এর মাধ্যমে টিভিতে অ্যাক্সেস করা যাবে। উপরন্তু, এটিতে ক্রোমকাস্ট উপলব্ধ থাকায় ইউজারা সহজেই ফোনটিকে টিভিতে কাস্ট করতে পারবেন।
অতএব আপনি চাইলে এটি ব্যবহার করতেই পারেন, যাতে করে স্মার্ট টিভির মূল ফিচারগুলি এমনিই অ্যাক্সেস করা যাবে।