আমেরিকার ব্র্যান্ড Vu ভারতে লঞ্চ করল বড় স্ক্রিনের Smart TV, পাবেন দুর্দান্ত সাউন্ড ও 4K স্ক্রিন

Update: 2024-09-18 16:21 GMT

আজ ভারতে লঞ্চ হল Vu GloLED TV 2025। এই টিভিটি তিনটি মডেল এসেছে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। এর দাম শুরু হয়েছে ২৭,৯৯৯ টাকা। Vu GloLED TV-তে পাওয়া যাবে ২৪ ওয়াট স্পিকার, ডলবি ভিশন, ডলবি অডিও, এইচডিআর, ভিডিও কনফারেন্সিং সাপোর্ট। আসুন নতুন ভিইউ টিভির তিনটি মডেলের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vu GloLED TV 2025 এর ভারতে দাম

Vu GloLED TV এর ৪৩ ইঞ্চি মডেলের দাম ২৭,৯৯৯ টাকা, ৫০ ইঞ্চি মডেলের দাম ৫৫,০০০ টাকা এবং ৫৫ ইঞ্চি মডেলের দাম ৬৫,০০০ টাকা।

এই স্মার্ট টিভিটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। জানিয়ে রাখি ওইদিনই বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে। ফলে ক্রেতারা ব্যাঙ্ক অফারের সুবিধা ওঠাতে পারবেন।

Vu GloLED TV 2025 এর ফিচার ও স্পেসিফিকেশন

Vu GloLED TV 2025 যথেষ্ট পাতলা এবং এতে গ্লো প্যানেল, ডলবি ভিশন, এইচডিআর, এমইএমসি প্রযুক্তি এবং 4K UI সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ২৪ ওয়াট স্পিকার দেওয়া হয়েছে। এতে ডলবি অডিও এবং ডিটিএস ভার্চুয়াল এক্স সাপোর্ট করবে।

অন্যান্য স্মার্ট টিভির মতো Vu GloLED TV 2025-এ স্ক্রিন মিররিং, কাস্টিং এবং ২-ওয়ে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়া এতে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপল হোমকিট। টিভিটি লেটেস্ট গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলবে।

পারফরম্যান্সের জন্য Vu এর নতুন স্মার্ট টিভিতে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্টজ ভিইউওন প্রসেসর, যা ল্যাগ-ফ্রি স্ট্রিমিং অফার করবে। আর এই টিভি ক্যামেরার সঙ্গে যুক্ত থাকাকালীন গুগল মিট অ্যাপের মাধ্যমে ভিডিও কল করা যাবে।

Tags:    

Similar News