আপনি যদি হালফিলে একটি নতুন স্মার্ট টিভি (Smart TV) কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কারণ বাজার কাঁপাতে খুব শীঘ্রই ভারতে আসছে Xiaomi-র একটি দুর্দান্ত স্মার্ট টিভি। উল্লেখ্য যে, বহুল জনপ্রিয় এই চীনা কোম্পানিটি গত বছর বিশ্ববাজারে এফ২ ফায়ার টিভি (F2 Fire TV) লঞ্চ করেছিল। সংস্থাটির পোর্টফোলিওতে বেশিরভাগই Android টিভি মজুত রয়েছে। তবে এখন Xiaomi আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের নতুন Fire TV-র আগমন সম্পর্কিত টিজার প্রকাশ করেছে। যদিও সংস্থাটি স্পষ্টভাবে উল্লেখ করেনি যে আসন্ন টিভিতে ফায়ার ওএস (Fire OS)-এর দেখা মিলবে, তবে টিজারটি অনেকটা এরকমই ইঙ্গিত দিচ্ছে।
বাজার কাঁপাতে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে Xiaomi-র নতুন স্মার্ট টিভি
জানিয়ে রাখি, শাওমির আসন্ন স্মার্ট টিভিটি অ্যামাজন (Amazon) এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে খবর মিলেছে। উল্লেখ্য যে, সংস্থার শেয়ার করা টুইটের ছবিতে একটি ট্যাগলাইন রয়েছে, যা হল - 'Who says entertainment can't be fiery?' (অর্থাৎ, কে বলেছে যে বিনোদন ধামাকাদার হতে পারে না?)। স্বভাবতই শাওমির আসন্ন টিভিটি যে ইউজারদেরকে এক দুর্দান্ত ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে, তা এই ট্যাগলাইন থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
সদ্য প্রকাশিত টিজারে স্মার্ট টিভিটির ইউজার ইন্টারফেসও দেখা গিয়েছে, যা অ্যামাজন ফায়ার স্টিক (Amazon Fire Stick) এবং ফায়ার স্টিক ৪কে (Fire Stick 4K) দ্বারা প্রদত্ত ইউআই-এর অনুরূপ বলে মনে হচ্ছে। আবার, সংস্থা কর্তৃক শেয়ার করা আর-একটি টিজারে আসন্ন টিভিটির পাতলা বেজেলগুলি ইউজারদের নজরে এসেছে, যা উচ্চ মানের স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে বলে অনুমান করা যেতে পারে। এছাড়া, ডিভাইসটির সম্পর্কে আর কোনো তথ্য এই মুহূর্তে জানা যায়নি। তবে যেহেতু ইতিমধ্যেই চীনা কোম্পানিটি ডিভাইসটির সাথে সম্পর্কিত একাধিক টিজার প্রকাশ্যে এনেছে, তাই নিশ্চিতভাবে আশা করা যেতে পারে যে, সংস্থাটি খুব শীঘ্রই ভারতের বাজারে এই টিভিটি লঞ্চ করবে এবং সেইসাথে আপকামিং স্মার্ট টিভিটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবে।
Fire OS TV লঞ্চ করে ভারতীয় ইউজারদেরকে আকর্ষিত করতে চাইছে Xiaomi
উল্লেখ্য যে, ফায়ার ওএস দ্বারা চালিত স্মার্ট টিভিগুলির মাধ্যমে আগামী দিনে ইউজারদেরকে আরও অধিক উন্নত মানের ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করতে চায় শাওমি। জানিয়ে রাখি, বর্তমানে ভারতে ওনিডা (Onida), ক্রোমা (Croma), আকাই (AKAI) এবং অ্যামাজন (Amazon)-এর মতো প্রখ্যাত ব্র্যান্ডগুলি ফায়ার ওএস টিভি চালু করেছে। তাই অদূর ভবিষ্যতে এই ধরনের একাধিক ডিভাইস মার্কেটে লঞ্চ করে উক্ত তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য হালফিলে জোরকদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনা টেক কোম্পানিটি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, শাওমির আসন্ন ফায়ার ওএস টিভিটি গত বছর লঞ্চ হওয়া শাওমি এফ২ টিভির অনুরূপ হবে কি না, তা দেখার জন্য গ্রাহকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। উল্লেখ্য যে, এটি ৪কে ইউএইচডি রেজোলিউশন এবং এইচডিআর১০ (HDR10) সাপোর্ট সহ ৪৩, ৫০ এবং ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। টিভিটিতে ডলবি অডিও (Dolby Audio) এবং ডিটিএস ভার্চুয়াল:এক্স (DTS Virtual:X) সহ দুটি ১২ ওয়াট স্পিকার উপস্থিত। এছাড়া, এতে রয়েছে কোয়াড-কোর এ৫৫ (A55) চিপসেট, ২ জিবি র্যাম ও ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ। বলে রাখি, শাওমি এফ২ ফায়ার ওএস ৭ (Fire OS 7)-এ চলে এবং এতে বিল্ট-ইন অ্যালেক্সাও মজুত রয়েছে।