ঘরের পুরোনো TV হবে 'স্মার্ট'! ভারতের বাজারে Xiaomi আনল এই ডিভাইস, দামও বেশ সস্তা

Update: 2023-02-14 18:05 GMT

সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেক টেলিভিশন ক্রেতাদেরই পছন্দের তালিকায় থাকছে Smart TV, যাতে দুর্দান্ত ডিসপ্লে ফিচার উপলব্ধ। তবে আপনার বাড়িতে যদি বর্তমানে সাধারণ টিভিই উপলব্ধ থেকে থাকে, তাহলেও কুছ পরোয়া নেই! কারণ এখন আপনি একটি সামান্য ডিভাইস ব্যবহার করেই আপনার নন-স্মার্ট টিভিতে 4K জাতীয় হাই রেজোলিউশনের কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে, চীনা টেক জায়ান্ট Xiaomi সম্প্রতি ভারতে একটি নতুন টিভি স্টিক লঞ্চ করেছে। আর Xiaomi TV Stick 4K নামে আসা এই ডিভাইসটি এদেশের বাজারে সবচেয়ে সস্তা 4K স্ট্রিমিং স্টিক হিসেবে পা রেখেছে যাতে ভালো প্রসেসর, একাধিক OTT অ্যাপের অ্যাক্সেস, ডলবি সাপোর্ট ইত্যাদি ফিচার পাওয়া যাবে। এই ডিভাইস সম্ভবত যেকোনো টিভির সাথেই ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে এটি Realme 4K Smart Stick, Google TV এবং Amazon Fire TV Stick 4K-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাহলে আসুন দেরি না করে এখন নয়া Xiaomi TV Stick 4K-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নিই।

Xiaomi TV Stick 4K-এর দাম ও উপলভ্যতা

সদ্য লঞ্চ হওয়া শাওমি টিভি স্টিক ৪কে ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র ৪,৯৯৯ টাকা। আপাতত এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট মানে mi.com থেকে কেনা যাবে।

Xiaomi TV Stick 4K-এর স্পেসিফিকেশন

শাওমি টিভি স্টিক ৪কে ডিভাইসে নাম অনুযায়ী ৪কে রেজোলিউশনে ভিডিও আউটপুট (60 fps) মিলবে এবং এটিতে থাকবে এইচডিআর১০+, ডলবি ভিশন প্রযুক্তির সাপোর্ট। অর্থাৎ এই নতুন টিভি স্টিক প্রাণবন্ত এবং ডিটেইল চিত্র অফার করবে। অন্যদিকে কোম্পানি এতে কোয়াড-কোর এআরএম কর্টেক্স-এ৩৫ (ARM Cortex-A35) প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ দিয়েছে। সাথে বিদ্যমান এআরএম মালি-জি৩১ (Mali-G31) এমপি২ ডুয়াল-কোর জিপিউ, যার সাহায্যে মিলবে ভাল গ্রাফিক্স পারফরম্যান্স।

এছাড়া নতুন শাওমি টিভি স্টিক ৪কে সফ্টওয়্যার হিসেবে প্যাচওয়াল ইন্টারফেসসহ অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেম বহন করবে। আবার এতে অ্যাক্সেস করা যাবে গুগল প্লে স্টোরও। উল্লেখ্য, কানেক্টিভিটির জন্য এই ডিভাইসটি ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ প্রযুক্তি, একটি এইচডিএমআই পোর্ট এবং মাইক্রো ইউএসবি পাওয়ার পোর্ট অফার করবে। শুধু তাই নয়, এতে ক্রোমকাস্ট সাপোর্ট এবং ভাল সাউন্ডের জন্য ডলবি অ্যাটমোস, ডিটিএস এইচডির মত প্রযুক্তি উপভোগ করতে পারবেন ইউজাররা।

Xiaomi TV Stick 4K-এর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে প্রচুর OTT অ্যাপ

এই স্ট্রিমিং ডিভাইসে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) এবং ইউটিউব (Youtube)-এর মত অ্যাপের সাথে বহু ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে এর রিমোট কন্ট্রোলে ইনবিল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট অপশন রয়েছে, যা ইউজারদের কন্টেন্ট অনুসন্ধান করতে এবং স্মার্ট হোম ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করতে দেবে।

Tags:    

Similar News