আগামীকাল Xiaomi ভারতে আনছে প্রথম Google TV, ডলবি ভিশন সাপোর্ট সহ থাকবে 4K প্যানেল
Xiaomi ভারতে ২০১৮ সাল থেকে টিভি (Television) বিক্রি করছে। ব্র্যান্ডের প্রথম তিনটি টিভি ছিল নিজস্ব অপারেটিং সিস্টেম চালিত। এরপর তারা Android TV ব্যবহার করতে শুরু করে। এমনকি গত মাসে Xiaomi ভারতে তাদের প্রথম Fire TV ভিত্তিক টেলিভিশন নিয়ে এসেছে।
তবে জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এখানেই সীমাবদ্ধ থাকতে চায়না। তারা এবার Google TV ভিত্তিক টেলিভিশন ভারতে লঞ্চ করতে চলেছে। আগামীকাল ১৩ এপ্রিল Xiaomi এই টিভি ভারতে লঞ্চ করবে। আসুন এর সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
আমরা জানি, আগামী ১৩ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হতে চলেছে Xiaomi Smarter Living 2023 ইভেন্ট। আর এই ইভেন্টেই লঞ্চ হবে Xiaomi TV X Pro সিরিজ। নতুন এই সিরিজের টিভিতে Google TV অপারেটিং সিস্টেম থাকবে। কোম্পানির তরফে এর বিজ্ঞাপনে বলা হয়েছে 'টিভিটি ডিজাইন করেছে Xiaomi, চলবে Google এর দ্বারা।'
সংস্থার অফিসিয়াল সাইট Mi.com-এ ইতিমধ্যেই টিভিটির জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। যেখানে এটি বেজেল লেস ডিজাইন ও বেশি স্ক্রিন টু বডি রেশিও অফার করবে বলে বর্ণনা করা হয়েছে। এছাড়া এতে 4K প্যানেল দেওয়া হবে, যা এইচডিআর১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট করবে।
আবার Xiaomi TV X Pro সিরিজের এই টিভিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ৪০ ওয়াট স্পিকার দেওয়া হবে। এছাড়া প্রথমবার সংস্থা এই টিভিটিকে ভয়েস কন্ট্রোল এনাবল ব্লুটুথ রিমোট কন্ট্রোল সহ বাজারে আনতে চলেছে। এটি ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি স্ক্রিনের সাথে পাওয়া যেতে পারে।