Vivo ও iQOO ফোনের জন্য লঞ্চ হল OriginOS 5, কোন কোন ডিভাইসে কখন আসবে Android 15 আপডেট

Update: 2024-10-11 02:26 GMT

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন Android 15 ভিত্তিক কাস্টম স্কিন লঞ্চ করতে ব্যস্ত। Nothing এর তরফে সম্প্রতি লঞ্চ করা হয়েছে‌ NothingOS 3.0। এবার Vivo আনুষ্ঠানিক ঘোষণার পরে নিয়ে এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক OriginOS 5 কাস্টম ওএস। শীঘ্রই Vivo ও iQOO স্মার্টফোনে এই নতুন ওএস ভিত্তিক আপডেট আসবে বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। আগামী মাস থেকে বিভিন্ন ডিভাইসে এর বিটা টেস্টিং শুরু হবে। আসুন কোন কোন Vivo ও iQOO ফোনে Android 15 ভিত্তিক OriginOS 5 আপডেট আসবে দেখে নেওয়া যাক এবং এর উল্লেখযোগ্য ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

কোন কোন Vivo ও iQOO ফোনে পাওয়া যাবে Android 15 ভিত্তিক OriginOS 5 আপডেট

ভিভো জানিয়েছে, তাদের ও সাব ব্র্যান্ড আইকিউ এর একাধিক ফোনে আগামী নভেম্বর ২০২৪ থেকে নতুন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ এর বিটা টেস্টিং শুরু হবে।

নভেম্বর ২০২৪

Vivo : X Fold 3 Pro, X Fold 3, X100 Ultra, X100S Pro, X100 Pro, X100S

iQOO : iQOO 12 Pro, iQOO 12, iQOO Neo 9S Pro+, iQOO Neo 9S, iQOO Neo 9

ডিসেম্বর ২০২৪

Vivo : X Foldয়2, X Flip, X90 Pro+, X90 Pro, X90

iQOO : iQOO 11 Pro, iQOO 11S, iQOO 11, iQOO Z9 Turbo+

জানুয়ারি ২০২৫

Vivo : X Fold+, X Fold, X Note

iQOO : iQOO Neo 8 Pro, iQOO Neo 8, iQOO Z9 Turbo, iQOO Z9

ফেব্রুয়ারি ২০২৫

Vivo : X80 Pro, X80 Pro (Dimensity 9000 version), X80, S19 Pro, S19

iQOO : iQOO 10 Pro, iQOO 10, iQOO Neo 7 (Speed Edition), iQOO Neoয়7 SE

মার্চ ২০২৫

Vivo : S18 Pro, S18, S18e, Y300 Pro, Y300

iQOO : iQOO 9 Pro, iQOO 9, iQOO Neo 6, iQOO Neo6 SE, iQOO Z8

এপ্রিল ২০২৫

Vivo : S17 Pro, S17, S17t, S17e, Vivo Pad 3 Pro, Vivo Pad 3

iQOO: iQOO Z7, iQOO Pad 2 Pro, iQOO Pad 2

মে ২০২৫

Vivo : S16 Pro, S16, Y200, Y200 GT, Vivo Pad 2, Vivo Pad Air

iQOO : iQOO Pad, iQOO Pad Air

Vivo OriginOS 5 এর বিশেষ বিশেষ ফিচার

লঞ্চ ইভেন্টে ভিভো জানিয়েছে, অরিজিনওএস ৫ আগের কাস্টম ওএস এর তুলনায় ১৫ শতাংশ দ্রুত অ্যাপ্লিকেশন লঞ্চ, ৩০ শতাংশ দ্রুত অ্যাপ স্যুইচিং এবং সিপিইউ পাওয়ার খরচ ২৬ শতাংশ হ্রাস করবে। পাশাপাশি ফিচার সমৃদ্ধ অ্যাপগুলিকে চালানোর জন্য যে যে ক্ষেত্রে সবচেয়ে বেশি জিপিইউ এবং র‌্যাম দরকার, সেখানে তা ভালোভাবে প্রেরণ করতে পারবে অরিজিনওএস ৫।

OriginOS 5 এনেছে AI অ্যাসিস্ট্যান্ট Little V

নতুন এই কাস্টম ওএস এর সবচেয়ে বড় ইউএসপি এআই অ্যাসিস্ট্যান্ট, "ব্লু হার্ট লিটল ভি"। এর ফলে ভিভো এখন 'সার্কেল টু সার্চ' ফিচারের নিজস্ব ভার্সন তাদের ব্যবহারকারীদের অফার করবে। এই ফিচারে যখন স্ক্রিনে কোনও আইটেমের চারপাশে বৃত্ত করা হবে তখন লিটল ভি সেই সম্পর্কে বিস্তারিত জানাবে।

আর লিটল ভি বেসিক সার্চের চেয়েও এগিয়ে থাকবে বলে দাবি করেছে ভিভো। আর ফটো এবং ভিডিওর সাথে মিল রেখে, লিটল ভি মিউজিক বা গান যুক্ত করে দুর্দান্ত রিলস তৈরি করতে দেবে। এছাড়া এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচারও অফার করবে।

Tags:    

Similar News