বাড়ছে ব্যাটারির পাওয়ার, ক্যামেরাও হচ্ছে উন্নত, নতুন ফোনে যেসব চমক রাখছে Vivo

Vivo X200 সিরিজটি শীঘ্রই আসছে বাজারে। লঞ্চের আগে এখন স্ট্যান্ডার্ড Vivo X200 মডেলটির স্পেসিফিকেশন সামনে এসেছে।

Update: 2024-08-27 12:38 GMT

সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে Vivo X200 সিরিজ আগামী অক্টোবরে চীনে লঞ্চ হবে। এই লাইনআপে তিনটি মডেল থাকবে - Vivo X200, Vivo X200+ এবং Vivo X200 Pro৷ এই ডিভাইসগুলি যথাক্রমে V2405A, V2415 এবং V2413 মডেল নম্বর বহন করে। Vivo X200 Mini নামে একটি নতুন কমপ্যাক্ট মডেল সম্পর্কেও ইদানিং প্রযুক্তি মহলে চর্চা চলেছে। Vivo X200 অবশেষে এই ডিভাইসের নাম হতে পারে, কিন্তু এই দাবিকে সাপোর্ট করার জন্য কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। উল্লেখিত মডেল নম্বরগুলি IMEI ডেটাবেসে উপস্থিত হলেও, "Vivo X200 Mini" এখনও প্রকাশিত হয়নি৷ সম্প্রতি, এক নির্ভরযোগ্য টিপস্টার সোশ্যাল মিডিয়ায় Vivo X200 সম্পর্কে নতুন বিবরণ শেয়ার করেছে।

Vivo X200 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টটি নির্দেশ দেয় যে, ভিভো এক্স200 মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট দ্বারা চালিত হবে এবং একটি স্লিম প্রোফাইল থাকবে, যার পুরুত্ব প্রায় 8.x মিলিমিটার হবে।

Vivo X200 ফোনে 1.5কে রেজোলিউশন সহ 6.3x ইঞ্চির ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে। এটির পিছনে 50 মেগাপিক্সেলের বড় প্রাইমারি সেন্সর থাকবে, সেইসাথে ম্যাক্রো ক্ষমতা সহ একটি পেরিস্কোপ লেন্স থাকবে। পরেরটি 3x অপটিক্যাল জুম এবং একটি 70 মিলিমিটার ফোকাল লেন্থ অফার করবে। আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটিতে প্রাথমিক সেন্সর হিসেবে একটি নতুন 22 ন্যানোমিটারের সনি (Sony) ক্যামেরা থাকবে।

Vivo X200 ফোনে 5,500 এমএএইচ / 5,600 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ওয়্যার্ড চার্জিং ছাড়াও, ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। টিপস্টার আগে দাবি করেছিলেন যে ডিভাইসটিতে একটি অপটিক্যাল-টাইপ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এটি অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিনওএস (OriginOS) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News