গ্রুপ সাজেশন ফিচারের ওপর কাজ করছে WhatsApp, এবার কমিউনিটি সেকশন হবে আরও উন্নত

Avatar

Published on:

WhatsApp Group Suggestions Feature

ঘনঘন নতুন ফিচার আনার ক্ষেত্রে WhatsApp-এর যেন কোনো ক্লান্তি নেই, সেই কারণে বিগত কয়েক সপ্তাহে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে একের পর এক নতুন অপশন। এমনকি সংস্থাটি, কিছু সপ্তাহ আগে চালু হওয়া কমিউনিটি (Community) ফিচারেও আপডেট এনেছে, যার ফলে ইউজাররা কমিউনিটি সেকশনে একটি আলাদা সেটিংস মেনু দেখতে পাবেন। কিন্তু এখানেই শেষ নয়, কমিউনিটি ফিচারের প্রতি ইউজারদের আকর্ষিত করতে এবং এই প্ল্যাটফর্মটিকে ঢেলে সাজাতে, WhatsApp এখন একটি কমিউনিটি গ্রুপ সাজেশন অপশনের উপর কাজ করছে বলে জানা গিয়েছে।

আরও আকর্ষণীয় হচ্ছে WhatsApp Community

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তার কমিউনিটি ফিচারের জন্য গ্রুপ সাজেশনের সুবিধা আনার কথা ভাবছে। এর জন্য তারা ইতিমধ্যেই কাজও শুরু করেছে – বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাপের ২.২৩.১৪.১৪ ভার্সনে এই নতুন অপশন দেখতে পাবেন।

কীভাবে কাজ করবে এই গ্রুপ সাজেশন ফিচার?

এক্ষেত্রে এই গ্রুপ সাজেশন অপশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের গ্রুপগুলি সম্পর্কে কমিউনিটি অ্যাডমিনের কাছে সুপারিশ করতে পারবেন। আর একবার অ্যাডমিন কোনো গ্রুপ, কমিউনিটির সাথে যুক্ত করলে তা কমিউনিটির সমস্ত মেম্বার এবং অন্যান্য কমিউনিটির কাছে সহজেই পরিচিত হবে বা পৌঁছে যাবে।

শুধু তাই নয়, এই গ্রুপ সাজেশন অপশন কমিউনিটি অ্যাডমিনদের অন্যান্য কমিউনিটি মেম্বারের অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান করার ক্ষমতা প্রদান করবে। উপরন্তু, এটি একটি অতিরিক্ত টুল অফার করবে, যাতে কমিউনিটি অ্যাডমিনরা মেম্বারদের সাথে কোলাবরেট করতে পারবেন।

সম্প্রতি ভারতে ৬৫ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে WhatsApp

শুধু নতুন ফিচার প্রবর্তনই নয়, বরঞ্চ তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নিজের প্লাটফর্মটিকে স্বচ্ছ এবং সুরক্ষিত রাখার জন্যও পদক্ষেপ নিচ্ছে। যেমন, নতুন আইটি (IT) নিয়ম নির্দেশিকা মেনে তারা সম্প্রতি ভারতে ৬.৫ মিলিয়নেরও বেশি সমস্যাযুক্ত অ্যাকাউন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সঙ্গে থাকুন ➥