নম্বর সেভ না করেই কলের সুবিধা আনছে WhatsApp, দরকার পরবে না মোবাইল নেটওয়ার্কের

Avatar

Published on:

WhatsApp Call without saving number

গত কয়েক বছরে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে WhatsApp সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর তাই বিশ্ব জুড়ে একাধিক ব্যবহারকারী একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে WhatsApp-এর মাধ্যমে চ্যাটিং বা কলিং করে থাকেন। তবে এখনো যদি কোনো নম্বর কন্টাক্ট লিস্টে সেভ করা না থাকে, তাহলে তাকে WhatsApp থেকে ফোন করা একটু জটিল হয়ে যায়। যদিও এবার সংস্থাটি সেই সমস্যারও সমাধান নিয়ে আসতে চলেছে তাদের ব্যবহারকারীদের জন্য।

WABetaInfo এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ তাদের নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.24.9.28 প্রকাশ করেছে। আর এই ভার্সনেই ইন-অ্যাপ ডায়ালার নামের একটি নতুন ফিচার সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে এখন ডিভাইসে ফোন নম্বর সংরক্ষণ না করলেও অ্যাপ থেকে সরাসরি যেকোনো নম্বরে ফোন করা সম্ভব।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, এবার থেকে ব্যবহারকারীরা ব্যবসায়িক কারণেই হোক বা অন্যান্য যে কোনো কারণেই হোক নম্বর সেভ না করেই সরাসরি অ্যাপ থেকে নম্বর ডায়াল করার সুবিধা উপভোগ করতে পারবেন। তাছাড়াও, হোয়াটসঅ্যাপের নতুন ডায়ালারটি কেমন হতে পারে, সেই সম্পর্কিত একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে রিপোর্টে।

এই স্ক্রিনশট দেখে মনে করা হচ্ছে, এবার থেকে ওয়াই-ফাই বা ডেটা ব্যবহার করে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই যেকোনো স্থানে ভয়েস কল করা সম্ভব হবে। বিশেষ করে এটি আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক বেশি সুবিধা জনক হতে পারে। তবে এই ফিচারটি এখনো বিকাশাধীন রয়েছে। আর WhatsApp-এর তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে এই ফিচার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই এই ফিচার উপভোগ করার জন্য সমস্ত ব্যবহারকারীদের আরো কিছুদিন অপেক্ষা করে থাকতেই হবে।

সঙ্গে থাকুন ➥