Xiaomi Buds 4 TWS: পাওয়া যাবে গমগমে সাউন্ড, শাওমি লঞ্চ করল নতুন ইয়ারফোন

Avatar

Published on:

Xiaomi Buds 4 Earbuds Launched

গত রবিবারের গ্র্যান্ড লঞ্চ ইভেন্টের মঞ্চে টেক জায়ান্ট Xiaomi তাদের নতুন Xiaomi Buds 4 ইয়ারবাডের ওপর থেকে পর্দা সরিয়েছে। এটি গত আগস্ট মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া Buds 4 Pro ইয়ারফোনের ডাউনগ্রেড ভর্সন। তবে ইয়ারফোনটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, ৩৬০ ডিগ্রি স্পেসিয়াল অডিও এবং ট্রান্সপারেন্সি মোড উপলব্ধ। সেই সঙ্গে ইয়ারফোনটিকে একই সময় দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে। সংস্থার মতে, একবার চার্জে এটি ৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Buds 4 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Xiaomi Buds 4 ইয়ারফোনের দাম ও লভ্যতা

চীনের বাজারে শাওমি বাডস ৪ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৬৯৯ ইউয়ান ( প্রায় ৮,২৭২ টাকা )। মুন শ্যাডো, সল্টলেক হোয়াইট এবং ফিল্ড গ্রিন – এই তিনটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের ইয়ারফোনটি।

Xiaomi Buds 4 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত শাওমি বাডস ৪ ইয়ারফোনটি এয়ারপডস লাইক সেমি ইন ইয়ার ডিজাইন সহ এসেছে। যদিও এতে সিলিকনের ইয়ার টিপস অনুপস্থিত। তার বদলে এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে মাইক্রোফোন কাট আউট। তাছাড়া ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে, নতুন এই হেয়ারেবলে থাকছে গ্রাফিন ডুয়াল ম্যাগনেটিক ডায়নামিক ড্রাইভার, যা ইন্টেলিজেন্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও এবং ট্রান্সপারেন্সি মোড প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, ইয়ারফোনটি হাই রেস অডিও ও এলএইচডিসি ৫.০ সাপোর্ট সহ সিডি লেভেল সাউন্ড কোয়ালিটি সরবরাহ করবে। এর জন্য অডিও ডিভাইসটিতে তিনটি বিল্ট-ইন মাইক্রোফোন উপলব্ধ, যা বাইরের অবাঞ্ছিত আওয়াজ কমাতে সক্ষম। এছাড়া এটি হাওয়ার আওয়াজও এড়াতে পারবে।

তদুপরি শাওমি বাডস ৪ এর সাথে রয়েছে ডুয়াল টোন ডিজাইনের পেবল শেপের স্টোরেজ এবং চার্জিং কেস। এই চার্জিং কেসটির উপরের অংশ গ্লজি ফিনিশ এবং নিচের অংশ প্লাস্টিক ফিনিশের। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি। এছাড়া প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে চার্জিং কেস সমেত ৩০ ঘন্টা এবং চার্জিং কেস ছাড়া ৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

উপরন্তু Xiaomi Buds 4 ইয়ারফোন একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX54 রেটিং সহ এসেছে।

সঙ্গে থাকুন ➥