বিশাল ইঞ্জিনের সঙ্গে নতুন Kawasaki Versys 650 লঞ্চ হল ভারতে, দাম এক টাকাও বাড়েনি

Published on:

Tecno Pova 6 Pro Sale in India Today

গত মাসে 45,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। আর এপ্রিল শুরু হতেই ভারতে Versys 650-এর নতুন ভার্সন লঞ্চের ঘোষণা করল কাওয়াসাকি (Kawasaki)। অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেলটিতে নতুনত্ব হিসেবে দুটি কালার অপশন যোগ হয়েছে – মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক এবং মেটালিক ম্যাট ডার্ক গ্রে। তবে দামে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই রাখা হয়েছে 7.77 লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন কালার অপশন যোগ করা ছাড়া Kawasaki Versys 650-এর কারিগরিতে কোন বদল ঘটানো হয়নি।

2024 Kawasaki Versys 650 ভারতে লঞ্চ হল

ব্ল্যাক পেইন্টের সাথে সামঞ্জস্য রেখে নতুন রেড ও গ্রীন কালার যোগ করা হয়েছে। 2024 Kawasaki Versys 650-এর সাইড প্যানেলে এবং হেডল্যাম্প কাউলে দেওয়া হয়েছে হোয়াইট স্ট্রিপ। পুরনো মডেলের টুইন এলইডি হেড ল্যাম্প এবং লম্বা ভাইজর রাখা হয়েছে এতে। 2024 Versys 650-এর পারফরম্যান্সও অপরিবর্তিত। বাইকটির 649 সিসি, প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ 66 বিএইচপি ক্ষমতা এবং 61 এনএম টর্ক। 6-স্পিড গিয়ারবক্সের সাথে রয়েছে স্লিপার ক্লাচ।

ভার্সিস 650-এ গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে রয়েছে 4.3 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, এলইডি ইলুমিনেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি, যেখানে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়া উপলব্ধ এবিএস এবং ট্রাকশান কন্ট্রোল। ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশনের সাথে ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে 300 মিমি ডুয়েল ফ্রন্ট এবং 200 মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক উপস্থিত।

17 ইঞ্চি হুইলের সাথে Versys 650-এর সামনে 120/70 সেকশন ও পেছনে 160/60 সেকশন টায়ার উপস্থিত। টুরিংয়ের জন্য উপযুক্ত Kawasaki Versys 650-এ রয়েছে বড় উইন্ডস্ক্রিন। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসেবে উপস্থিত – Triumph Tiger Sport 660, Honda NX500 ও Suzuki V-Strom 650 XT।

সঙ্গে থাকুন ➥