HomeAutomobileHero Vida: পুজোর আগেই আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার, দাম হবে বেশ সস্তা

Hero Vida: পুজোর আগেই আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার, দাম হবে বেশ সস্তা

হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতের বাজারে ভিডা (Vida) ব্র্যান্ডের আওতায় ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। বাজারে পরিবেশবান্ধব টু হুইলারের কদর বাড়তে দেখে এবারে তারাও নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। চলতি অর্থবর্ষের প্রথমার্ধ অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই নতুন ইভি মডেল লঞ্চের পরিকল্পনার কথা জানিয়েছে হিরো। সংবাদ সংস্থা পিটিআই’কে হিরোর এমার্জিং মোবিলিটি বিভাগের মুখ্য ব্যবসায়িক আধিকারিক স্বদেশ শ্রীবাস্তব স্বয়ং তাঁদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

Hero ভারতে আনছে নতুন Vida ইলেকট্রিক স্কুটার

ভারতে বৃহত্তম টু-হুইলার সংস্থা হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক স্কুটার আনতে কিছুটা বিলম্ব করেছিল হিরো। যদিও পরবর্তীতে যথেষ্ট তাগিদ দেখিয়ে Vida সাব ব্র্যান্ডের আওতায় ই-স্কুটার লঞ্চ করে তারা। বর্তমানে তাদের পোর্টফোলিওতে দুটি ইভি মডেল রয়েছে। এগুলির দাম ১ লাখ থেকে ১.৫০ লাখের মধ্যে। কিন্তু এবারে লড়াইতে টিকে থাকা এবং মার্কেট শেয়ার বাড়ানোর জন্য আরও একটি নতুন মডেল বাজারে আনতে চলেছে হিরো।

প্রসঙ্গত, হিরো মোটোকর্প ইতিমধ্যেই তাদের ভিডা ব্র্যান্ডটি ১২০-র বেশি শহরে ছড়িয়ে দিয়েছে। আবার এদেশে ১৮০-র বেশি টাচ পয়েন্ট রয়েছে সংস্থার। আবার ভিডা ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীদের চার্জিং নিয়ে দুশ্চিন্তা কমাতে দেশের প্রথম সারির ইলেকট্রিক স্কুটার নির্মাতা Ather Energy-র সাথে হাত মিলিয়ে কাজ করছে হিরো। এর ফলে ২০০টি শহরে ২০০০ চার্জিং পয়েন্টে অ্যাক্সেস রয়েছে তাদের।

প্রসঙ্গত, সাড়া জাগিয়েই ২০২৪-২৫ অর্থবর্ষ শুরু করেছে হিরো মোটোকর্প। এপ্রিলে তাদের ৫,৩৩,৫৮৫টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় হিরোর দু’চাকা গাড়ির চাহিদা বেড়েছে ৩৪.৭ শতাংশ। আগের মাসে শুধু ভারতের বাজারেই ৪,৯৬,৫৪২টি বাইক বেচতে পেরেছে হিরো। 

RELATED ARTICLES

আরও পড়ুন