Honda Elevate: মারুতি, হুন্ডাইদের চাপে ফেলে জুনে দেশে আসছে হোন্ডার প্রথম কম্প্যাক্ট SUV

Avatar

Published on:

Honda Elevate SUV India debut date

এসইউভি (SUV) গাড়ির রমরমা চাহিদার পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকা বুদ্ধিমানের কাজ নয়। যে সকল সংস্থার পোর্টফোলিওতে এমন গাড়ির সম্ভার কম রয়েছে, তারা তো বিশেষভাবে উঠেপড়ে লাগবে, সেটাই স্বাভাবিক। এই যেমন হোন্ডা (Honda) বহু বছর পর ভারতে তাদের প্রথম কম্প্যাক্ট এসইউভি আনার প্রস্তুতি চালাচ্ছে। সামনের মাসেই জাপানি সংস্থাটি তাদের নতুন মডেল নিয়ে হাজির হবে বলে আশা করা হচ্ছে। Hyundai Creta ও Kia Seltos-এর একচ্ছত্র জনপ্রিয়তায় যোগ্য জবাব দিতে কোমর বেঁধেছে হোন্ডা। সূত্রের দাবি গাড়িটির নাম রাখা হতে পারে Elevate (এলিভেট)।

Honda Elevate শীঘ্রই আসতে চলেছে

উক্ত সেগমেন্টে মারুতি সুজুকি ও টয়োটা যথাক্রমে তাদের Grand Vitara ও Urban Cruiser HyRyder গাড়িগুলি হাজির করেছে। Honda Elevate-এর আত্মপ্রকাশ আগামী মাসের মধ্যেই হতে চলেছে। ইতিমধ্যেই একাধিকবার হোন্ডার আসন্ন এসইউভি-র টেস্টিং এদেশে চালাতে দেখা গিয়েছে। এটি সদ্য লঞ্চ হওয়া নতুন প্রজন্মের সেডান মডেল City-র মতো এটিও একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে।

২০২১-এ হোন্ডা, ‘এলিভেট’ নামের জন্য এদেশে রেজিস্ট্রেশন সেরে রেখেছিল। তাই মনে করা হচ্ছে, এই নামেই সংস্থার নতুন মডেলটি বাজারে হাজির হবে। এটি বিশ্ববাজারে বিক্রিত সংস্থার CR-V-এর উপর ভর করে তৈরি হবে। এর আগে হোন্ডা তাদের আসন্ন গাড়িটির একটি নকশা চিত্র প্রকাশ করেছিল। যার সাথে CR-V-এর মিল নজরে পড়ে। এতে থাকছে বড় গ্রিলের সাথে স্লিম এবং শার্প এলইডি হেডলাইট।

Honda Elevate বৈশিষ্ট্য ও ইঞ্জিন

Honda Elevate-এর পেশীবহুল চেহারা, যা গাড়িটির রোড প্রেজেন্স কয়েক গুন বাড়িয়ে তুলবে। ১৬ ইঞ্চি বা তার থেকেও বড় মাল্টি-স্পোক অ্যালয় হুইলের উপর ভর করে আসবে গাড়িটি। Elevate-এর সিজারের তালিকায় থাকছে একটি বৃহৎ ডিজিটাল ডিসপ্লে। যা টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ইউনিট হিসেবে কাজ করবে। আবার ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে অফার করা হতে পারে।

গাড়িটির হুডের নিচে দেওয়া হতে পারে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১১০ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। এই একই ইঞ্জিন Honda City-তেও উপস্থিত। তবে সেডান গাড়িটির মোটর থেকে ১২০ বিএইচপি পাওয়ার উৎপন্ন হয়। গাড়িটিতে অ্যাডাস (ADAS)-এর মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য যোগ করা হতে পারে। আবার গাড়িটিতে e:HEV প্রযুক্তি অফার করতে পারে হোন্ডা।

সঙ্গে থাকুন ➥