Honda Elevate: বাজারে আসার আগেই ফ্লপ? হোন্ডা এলিভেটে এই জনপ্রিয় ফিচার থাকছে না

Published on:

Honda Elevate miss out this important feature

ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। হোন্ডা (Honda)-র হাত ধরে Elevate এদেশের বাজারে সামনের মাসেই পা রাখবে। ৬ জুন গাড়িটির আত্মপ্রকাশের দিন হিসেবে ধার্য করা হয়েছে। Hyundai Creta, Kia Seltos-দের কঠিন প্রতিযোগিতায় ফেলতেই হোন্ডার এই মোক্ষম দাওয়াই। এদেশের পর আন্তর্জাতিক বাজারেও লঞ্চ করা হবে গাড়িটি।

অনুপস্থিত ফিচার্স

হোন্ডা এলিভেট-এর সাম্প্রতিক টিজারে গাড়ির উপরের অংশ কিছুটা দেখা গেছে। গাড়িটিতে প্যানোরামিক সানরুফ নেই। এর বদলে দেওয়া হয়েছে সিঙ্গেল পেন সানরুফ। কিন্তু মজার বিষয়, এলিভেট-এর প্রতিপক্ষ Hyundai Creta, Grand Vitara ও Toyota Hyryder-এ প্যানোরামিক সানরুফ রয়েছে। কেবল Kia Seltos-এ সিঙ্গেল পেন সানরুফ বর্তমান। যাতে এবার প্যানোরামিক সানরুফ আপডেট দিচ্ছে কিয়া। এ বছরই বাজারে আসবে গাড়িটি।

প্রত্যাশিত ইঞ্জিন

নতুন Honda Elevate একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সহ আসতে পারে। পরবর্তীতে হোন্ডা তাদের এই গাড়িটি হাইব্রিড সেটআপ সহ আনতে পারে। ইঞ্জিনটি City Sedan থেকে ধার করা। এট থেকে ১২১ বিএইচপি শক্তি এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক গিয়ারবক্স সমেত আসতে পারে।

ডাইমেনশন ও সম্ভাব্য দাম

Honda Elevate-এর দৈর্ঘ্য হতে পারে ৪.৩ মিটার। যা Creta ও Seltos-এর প্রায় সমান। দামের দিক থেকেও প্রতিপক্ষদের কথা মাথায় রেখেই মূল্য নির্ধারণ করা হতে পারে। গাড়িটির দাম ১১ লাখ টাকা থেকে ১৭ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হবে বলে অনুমান করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥