Hyundai Creta Electric আসতে বেশি দেরি নেই, এই দুই ফিচার্সের গুণে বাজিমাত করবে

Avatar

Published on:

Hyundai Creta Electric Range

বেশ কিছুদিন হল এসইউভি (SUV) গাড়ির বাজারে ব্যাটারির পদার্পণ ঘটেছে। ইদানিং সেই পথে আরও বেশি সংখ্যক সংস্থা হাঁটা শুরু করেছে। এবারে হুন্ডাই তাদের আরও একটি নতুন এসইউভি গাড়ি বৈদ্যুতিক ভার্সনে আনার প্রস্তুতি শুরু করেছে। এটি হচ্ছে – Hyundai Creta EV। হুন্ডাইয়ের (Hyundai) জন্মভিটে দক্ষিণ কোরিয়ার রাস্তায় সম্প্রতি গাড়িটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। গত জানুয়ারিতে Creta SUV-র আপডেট ভার্সন বাজারে আসার আগে থেকেই এই ইলেকট্রিক মডেলটি আগ্রহী ক্রেতাদের চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছিল।

Hyundai Creta EV আসতে চলেছে

আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় দর্শনধারী Hyundai Creta EV নিজের ডিজাইন সম্পর্কে খানিক ধারণা দিয়েছে। স্পাই শটে দেখা গেছে, এদেশে বিক্রিত ক্রেটার আইসিই মডেলের অনুরূপ এতে উপস্থিত প্রস্থ বরাবর বিস্তৃত এলইডি ডিআরএল। আবার রয়েছে এলইডি প্রোজেক্টর হেড ল্যাম্প। তবে বিদ্যুচ্চালিত মডেল হওয়ার দরুণ প্রথাগত রেডিয়েটর গ্রিলের বদলে এতে উপস্থিত ক্লোজড প্যানেল।

Creta EV-র বৈদ্যুতিক মডেলে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে থাকছে 17 ইঞ্চি এরো ডিজাইন অ্যালয় হুইল, যা সাধারণত কোন ইভি মডেলেই দেখা যায়। সামনের ফেন্ডারে চার্জিং পোর্টের উপস্থিতি দেখা যাবে। এছাড়া রয়েছে টুইক রেডিয়েটর গ্রিল সমেত স্মুদ বাম্পার।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এতে রয়েছে একটি বৃহৎ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, নতুন গ্রাফিক্স সহ অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিভ্যাম্প সেন্টার কনসোল, একটি 360 ডিগ্রি সারাউন্ড ক্যামেরা এবং দ্বিতীয় পর্যায়ের ADAS ফিচার্স। গাড়িটির স্পেসিফিকেশনের বিষয়ে মুখ খোলেনি হুন্ডাই। যদিও অনুমান করা হচ্ছে, এতে দেওয়া হতে পারে একটি 55 থেকে 60 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জে 450 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

সঙ্গে থাকুন ➥