2 লাখের বেশি মেড-ইন-ইন্ডিয়া গাড়ি বিদেশে রপ্তানি করে নতুন মাইলফলক ছুঁল Kia

Avatar

Published on:

Kia India sets new Milestone Exporting 2 lakh units

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গাড়ি কোম্পানি ভারত থেকে তাদের রপ্তানি বৃদ্ধির খবর মুখে হাসি নিয়ে ঘোষণা করে যাচ্ছে। এবারে সেই পথের পথিক হল কিয়া ইন্ডিয়া (Kia India)। ভারতের কারখানা থেকে দু’লক্ষের বেশি গাড়ি রপ্তানির নতুন মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। ২০১৯-এর শেষার্ধ থেকে এদেশে ব্যবসা শুরুর পর এখনও পর্যন্ত এক্সপোর্টের এই সাফল্য অর্জন করেছে তারা। যা ঘোষণাকালে কিয়ার ছাতি যে ৫৬ ইঞ্চি হয়েছিল, তা বেশ বোঝা যাচ্ছে।

Kia India ভারত থেকে ২ লক্ষ গাড়ি রপ্তানি করে ফেলল

কোরিয়ার সংস্থাটি জানিয়েছে, এদেশে তাদের বেস্ট-সেলিং ইউটিলিটি ভেহিকেল Kia Seltos, যা রপ্তানির দিক থেকেও শীর্ষস্থান অর্জন করেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি থেকে গাড়িটির ১,৩৫,৮৮৫ ইউনিট বিদেশের বাজারে সরবরাহ করেছে কিয়া। যা সংস্থার মোট রপ্তানির ৬৮ শতাংশ। আবার তাদের ভারতে বিক্রি হওয়া মোট গাড়ির ৫৩ শতাংশ হল সেল্টস।

Kia-র কোন গাড়ির অবদান কতটুকু

লঞ্চের পর থেকে এ পর্যন্ত Kia Sonet ও Kia Carens গাড়ি দুটি রপ্তানি হয়েছে যথাক্রমে ৫৪,৪০৬ ইউনিট ও ৮,২৩০ ইউনিট। এই প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার প্রধান বিক্রি এবং ব্যবসায়িক আধিকারিক মিয়ুঙ্গ-সিক-সোহন বলেন, “ভারতের অনন্তপুরের কারখানা থেকে গাড়ি রপ্তানির সাফল্য সমগ্র বিশ্বকে দেখাতে পেরেছি। একই সাথে উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণের অংশীদার হয়েছি আমরা। ভারত কীভাবে আমাদের গাড়ি উৎপাদনের তালুক হয়ে উঠেছে, তা সকলকে প্রত্যক্ষ করাচ্ছে।”

প্রসঙ্গত, কিয়া ইন্ডিয়া মধ্যপ্রাচ্য, আফ্রিকা মধ্য ও দক্ষিণ আমেরিকা, মেক্সিকো এবং এশিয়া প্যাসিফিকের মোট ৯৫টি দেশে ভারতে থেকে গাড়ি সরবরাহ করে থাকে। ২০২২-এর ডিসেম্বরে ৯,৪৬২ ইউনিট রপ্তানির মাধ্যমে এক মাসে সর্বাধিক গাড়ি সরবরাহের রেকর্ড দেখেছিল কিয়া। আবার আগের বারের চাইতে এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিয়ার রপ্তানি এবং বিক্রি যথাক্রমে ২২ শতাংশ ও ৪৪ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে।

সঙ্গে থাকুন ➥