চাঁদের মাটিতে ভারতের বিজয়কেতন, ISRO-কে স্যালুট জানিয়ে নতুন ই-স্কুটার লঞ্চ করে সাফল্য উদযাপন Lectrix EV-র

Avatar

Published on:

Lectrix EV launched E-Scooter Celebrate Chandrayaan 3 Success

‘চন্দ্রযান ৩’-এর সাফল্যে মাতোয়ারা আপামর ভারতবাসী। দেশের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে বড় বড় সংস্থা ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO)-কে অভিনন্দন জানাচ্ছে। ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে এবারে দেশের অন্যতম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা লেকট্রিক্স ইভি (Lectrix EV) তাদের ইলেকট্রিক স্কুটার LXS-এর স্পেশাল এডিশন লঞ্চ করল। যার নামকরণ করা হয়েছে LXS Moonshine। এটি Lectrix LXS-এর স্ট্যান্ডার্ড মডেলটির উপর ভিত্তি করে লিমিটেড এডিশন অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় (৩৮৪ ইউনিট তৈরি হবে) এসেছে। দাম রাখা হয়েছে ৯৭,৯৯৯ টাকা (এক্স-শোরুম) (এক্স-শোরুম)।

Lectrix LXS Moonshine স্পেশাল এডিশন লঞ্চ হল

স্পেশাল এডিশনের Lectrix LXS-এও স্ট্যান্ডার্ড মডেলের ডিজাইন বজায় রাখা হলেও ফারাক বোঝাতে কেবল পেইন্ট স্কিমে নতুনত্বের ছোঁয়া বর্তমান। মুনশাইন মডেলে রয়েছে একটি সোনালী প্রতীক, যার মধ্যে দুটি তির আকাশের দিকে মুখ করে রয়েছে। এটি ভারতের, হাতে চাঁদ পাওয়ার সাফল্যকে ইঙ্গিত করে। সামান্য কিছু পরিবর্তন ছাড়া সার্বিকভাবে এটির ডিজাইনে স্ট্যান্ডার্ড মডেলের ধারা প্রত্যক্ষ করা গেছে।

স্কুটারটির কারিগরি ক্ষেত্রেও কোন অদল বদল ঘটানো হয়নি। স্ট্যান্ডার্ড মডেলের মতোই ৪৮ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারির Lectrix LXS Moonshine সম্পূর্ণ চার্জে ৮৯ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। ১২০০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। ০-২৫ কিমি/ঘন্টার গতি তুলতে সময় নেবে ৫ সেকেন্ড। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে।

Lectrix Moonshine একটি ১০ ইঞ্চি ফ্রন্ট ও রিয়ার হইলে ছুটবে। এরসাথে রয়েছে টিউবলেস টায়ার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উভয় চাকায় গ্রাম ব্রেক সহ কম্বি ব্রেকিং সিস্টেম উপস্থিত। সাস্পেনশনের দায়িত্ব পালন করবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং কয়েল রিয়ার স্প্রিং।

সঙ্গে থাকুন ➥