Liux Geko: গাছগাছড়া দিয়ে তৈরি এই গাড়ি! তেল ছাড়াই একটানা 150 কিমি ছুটতে পারে

Avatar

Published on:

Liux Geko tiny E-Car made plant based body materials

দেখে খেলনা গাড়ি বলে মনে হলেও আদতে তা নয়। স্পেনের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ লিউক্স (Liux) এবার তেমনই এক খুদে বৈদ্যুতিক গাড়ির দর্শন করালো। যার নাম – Liux Geko। গাড়িটি বর্তমানে প্রকল্প হিসেবে রয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্প্যানিশ সংস্থাটি দাবি করেছে, তাদের এই ব্যাটারি চালিত অদ্ভুত দর্শনের গাড়িটির দেহ নাকি উদ্ভিদ থেকে নেওয়া উপাদান থেকে তৈরি হয়েছে। আকার আকৃতিতে এটি বেশ ক্ষুদ্র। যা গত বছর সংস্থার উন্মোচিত ‘অ্যানিমেল’ ক্রসওভার গাড়িটির চাইতেও ছোট বলে দাবি করা হয়েছে। এটিও পরিবেশবান্ধব মডেল।

Liux Geko : ফিচার্স

Liux Geko মাইক্রো কম্পিউটারের সিঙ্গেল-বক্স প্রোপোরশন, কারুকার্যে ভরা বাম্পার, বড় চাকা এবং স্লিক এলইডি লাইট সহ এসেছে। তবে গাড়িটির সর্বাধিক আকর্ষণের বিষয় হল প্রোডাকশনে যে যে উপাদান ব্যবহার করা হয়েছে। যা কিনা বায়ো কম্পোজিট মেটেরিয়াল বলে দাবি করা হয়েছে। এটি গাড়িটির বডিওয়ার্ক ও মনোকক স্ট্রাকচার – উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। লিনেন ফাইবার এবং বায়ো রেজিন থেকে উপাদানটি তৈরি করা হয়েছে।

Liux Geko : ডিজাইন

গাড়িটিতে কার্বন ফাইবারের ওয়েভিং প্যাটার্ন স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে, মেটেরিয়ালে রঙ করা হয়নি বলে জানিয়েছে লিউক্স। আবার বডি তৈরির ক্ষেত্রে থ্রিডি প্রিন্টিং প্রক্রিয়ার দারস্থ হতে হয়েছে। এতে গাড়িটির নির্মাণকার্যে অতিবাহিত সময় কমিয়ে আনা গিয়েছে বলে সংস্থা সূত্রে খবর। এমনকি কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন কিছুটা হলেও কমানো গেছে। Geko ইভি মডেলটি দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২,৭০০ মিমি ও ১,৫০০ মিমি। যা ইউরোপের বাজারে এটি ক্ষুদ্র গাড়ির গোত্রেই অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থার দাবি শহরের রাস্তায় চলাচলের জন্য তাদের এই গাড়িটি আদর্শ হবে।

Liux Geko : মোটর

Liux Geko-তে দেওয়া হয়েছে একটি রিয়ার অ্যাক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটর, যা থেকে ২০ হর্সপাওয়ার ক্ষমতা উৎপন্ন হবে। গাড়িটির ওজন মাত্র ৫৫০ কেজি। এতে দেওয়া হয়েছে একটি ১৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ পেতে সহায়তা করবে বলে দাবি সংস্থার। বাণিজ্যিক ভাবে উৎপাদন কবে শুরু হবে, তা অবশ্য অজানা।

সঙ্গে থাকুন ➥