সুরক্ষায় শীর্ষে, ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার পেয়ে নজির ভারতে তৈরি Volkswagen Taigun-র

Avatar

Published on:

Made in India Volkswagen Taigun scores Latin NCAP 5 star rating

ভারতীয় প্রিমিয়াম গাড়ির দুনিয়ায় Volkswagen Taigun একটি অতি পরিচিত নাম। গাড়িটি ডিজাইনের দিক থেকে যেমন সুন্দর, তেমনি সুরক্ষার দিক থেকেও কোনরকম আপোষ করে না। গ্লোবাল এনক্যাপ (GNCAP) থেকে ক্র্যাশ টেস্টে তাই ৫-স্টার রেটিং অর্জন করে নিয়েছে গাড়িটি। জয়যাত্রার এখানেই শেষ নয়। এবারে লাতিন এনক্যাপ (Latin NCAP)-এর থেকেও পাঁচ তারা রেটিং ছিনিয়ে নিল জার্মান সংস্থার গাড়িটি। এই মডেলটি লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান-এর বাজারে বিক্রি করা হবে।

Volkswagen Taigun ৫-স্টার রেটিং জিতে নিল

ভারতে তৈরি হওয়া ফোক্সভাগেন টাইগুন-এ রয়েছে ছয়টি এয়ার ব্যাগ এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল। ক্র্যাশ টেস্টে পাঠানো মডেলটি প্রাপ্তবয়স্কদের সুরক্ষা ক্ষেত্রে ৯২.৪৭%, শিশু যাত্রীদের জন্য ৯১.৮৪%, পেডেস্ট্রিয়ান প্রোটেকশন ৫৫.১৪% এবং সেফটি অ্যাসিস্ট-এর ক্ষেত্রে ৮৩.২৮% মান আদায় করতএ পেয়েছে। যার উপর ভর করে লাতিন এনক্যাপ-এর থেকে ৫ স্টার রেটিং পেয়েছে গাড়িটি।

ক্র্যাশ টেস্টের ক্ষেত্রে গাড়িটির সামনে, দুই পাশে, হুইপল্যাস, সাইড পোল, পেডেস্ট্রিয়ান প্রোটেকশন, স্পিড অ্যাসিস্ট, অটোনোমাস এমারজেন্সি ব্রেকিং এবং ইএসসি-এর সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়েছে। লাতিন আমেরিকার বাজারে বিক্রি হওয়া Taigun-এর বাছাই করা কয়েকটি ভ্যারিয়েন্টে অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং উপলব্ধ রয়েছে। যা গাড়িটির ভারতীয় মডেলে অনুপস্থিত।

Virtus-ও পেল ৫-স্টার রেটিং

ভারতে তৈরি হওয়া ফোক্সভাগনের গাড়ি যে লাতিন এনক্যাপ থেকে এই প্রথমবার ফাইভ স্টার রেটিং পেয়েছে, তেমনটি নয়। ২০২২ এর ডিসেম্বরে মেক্সিকোর বাজারে বিক্রিত Volkswagen Virtus গাড়িটি উক্ত প্রতিষ্ঠানের থেকে ক্র্যাশ টেস্টে পাঁচ তারার মানপত্র পেয়েছিল। সে সময় এটি প্রাপ্তবয়স্ক এবং শিশু যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে ৯২% স্কোর করেছিল। পেডেস্ট্রিয়ান প্রোটেকশন ৫৩% এবং সেফটি অ্যাসিস্ট ৮৫% নম্বর পেয়েছিল গাড়িটি। Taigun-এর মতো Virtus-এও রয়েছে ছয়টি এয়ারব্যাগ। যেখানে এতে অটোনোমাস এমারজেন্সি ব্রেকিং বিকল্প হিসাবে বেছে নেওয়া যায়।

সঙ্গে থাকুন ➥