Maruti Ertiga: 10 লক্ষ আর্টিগা বিক্রি করে রেকর্ড গড়ল মারুতি, মাইলেজ ও কমফোর্টে কেউ ধারেকাছে নেই

Avatar

Published on:

Maruti Suzuki Ertiga MPV crosses 10 lakh sales milestone

MPV বা মাল্টিপারপাস ভেহিকেল হিসাবে মারুতি আর্টিগার (Maruti Ertiga) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ ফ্যামিলি কার হিসাবে এক দশকের বেশি সময় ধরে ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে গাড়িটি। বেশি স্পেস, কমফোর্ট ও সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে দেশের বেস্ট সেলিং এমপিভি এটি। এবার এই আর্টিগারই ১০ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করেছে মারুতি সুজুকি।

Maruti Suzuki Ertiga-র বিক্রি ১০ লাখে পৌঁছল

এমপিভি গাড়ির বাজারে এক তৃতীয়াংশের বেশি মার্কেট শেয়ার দখল করে রয়েছে মারুতি আর্টগা। প্রতি মাসে গড়ে ১০,০০০-এর বেশি আর্টিগা বিক্রি করছে সংস্থা। মারুতির পোর্টফোলিওতে আরও দুটি এমপিভি মডেল হিসেবে রয়েছে – XL6 ও Invicto। এগুলির প্রতিটিই তিন সারির সিট বিশিষ্ট মডেল।

এন্ট্রি লেভেল এমপিভি Ertiga গাড়িটি আবার সিএনজি ভার্সনেও বিক্রি করা হয়। মারুতি সুজুকি সূত্রে জানানো হয়েছে, শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলগুলিতেও Ertiga-র বিপুল চাহিদা। যে কারণে এই রেকর্ড গড়তে পেরেছে এটি। বর্তমানে এমপিভি গাড়ির বাজারে ৩৭.৫% মার্কেট শেয়ার রয়েছে গাড়িটির দখলে।

প্রসঙ্গত, বর্তমানে Maruti Suzuki Ertiga-র মূল্য ৮.৬৯ লাখ টাকা থেকে ১৩.০৩ লাখ টাকা (এক্স-শোরুম) অব্দি। এটি ৩টি ট্রিম ও ১১টি ব্রড ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। আবার তিনটি মডেলে অটোমেটিক অপশন উপলব্ধ রয়েছে – VXi, ZXi ও ZXi। সিএনজি মডেলটি আবার দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর টপ-লাইন মডেলটি হচ্ছে – ZXi। আর্টিগাতে ১.৫ লিটার Dual VVT ইঞ্জিন বর্তমান। জানিয়ে রাখি, ২০১২ সালের এপ্রিলে প্রথম ভারতে লঞ্চ হয়েছিল গাড়িটি।

সঙ্গে থাকুন ➥