Matter Aera: 150 কিমি মাইলেজের ই-বাইকে 5000 টাকা ছাড়, অফার সীমিত সময়ের জন্য

Avatar

Published on:

Matter Aera E-Bike Discount Offer

আমেদাবাদের ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ম্যাটার (Matter) দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক মোটরসাইকেল Aera-তে স্পেশাল অফারের ঘোষণা করল। সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রথম ৯,৯৯৯ জন ক্রেতা ১,৯৯৯ টাকায় বাইকটি অগ্রিম বুকিং করতে পারবেন। উপরন্তু তাঁদের ৫,০০০ টাকার বেনিফিট দেওয়া হবে। আবার পরবর্তী ১০,০০০ থেকে ২৯,৯৯৯ ক্রেতাকে ২,৯৯৯ টাকার টোকেন অ্যামাউন্টে বুকিং করতে দেওয়ার সাথে ২,৫০০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে ম্যাটার।

Matter Aera-এর বুকিং আগামীকাল থেকে শুরু হচ্ছে

আবার ৩০,০০০ থেকে থেকে শুরু করে বাকি ক্রেতারা ৩,৯৯৯ টাকার টোকেন মূল্যে Matter Aera-র আগাম বুকিং করতে পারবেন। তবে বুকিং বাতিল করলে সকল ক্রেতার জন্যই অগ্রিম বুকিংয়ের সম্পূর্ণ অর্থ ফেরতযোগ্য বলে জানিয়েছে ম্যাটার। আগামীকাল অর্থাৎ ১৭ মে থেকে দেশের ২৫টি বড় শহরে এর বুকিং গ্রহণ শুরু হচ্ছে। যার মধ্যে রয়েছে – কলকাতা, দিল্লি এনসিআর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, আমেদাবাদ ইত্যাদি।

Matter Aera-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট ও দাম

Matter Aera ভারতে গত বছর লঞ্চ হয়েছিল।এটি দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক মোটরসাইকেল। মোট চারটি ট্রিমে উপলব্ধ হয়েছে এটি – 4000, 5000, 5000+ ও 6000+। যদিও আপাতত বাজারে কেবল 5000 ও 5000+ মডেল দুটি উপলব্ধ। সংস্থার দাবি তাদের টপ স্পেক মডেল 6000+ সম্পূর্ণ চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। যেখানে বাকি ভ্যারিয়েন্টিগুলি থেকে মিলবে ১২৫ কিমি রেঞ্জ। 5000 ও 5000+ – ই-বাইক দুটির দাম যথাক্রমে ১.৪৪ লক্ষ টাকা ও ১.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। বাকি ট্রিম দুটি পরবর্তীতে লঞ্চ করা হবে।

ম্যাটার জানিয়েছে, তাদের ইলেকট্রিক মোটরসাইকেল Aera দেশের মধ্যে প্রথম হাইপার-শিফ্ট গিয়ার সহ হাজির হয়েছে। এটি ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ মাত্র ৬ সেকেন্ডে তুলতে সক্ষম। মোটরসাইকেলটিতে উপস্থিত লিকুইড কুল্ড ব্যাটারি এবং পাওয়ারট্রেন। প্রতি কিলোমিটারে এতে মাত্র ২৫ পয়সা খরচ বলে দাবি সংস্থার। একটি ৫ অ্যাম্পিয়ার প্লাগ দ্বারা মডেলটি চার্জ করা যায়। ফিচার হিসেবে রয়েছে নেভিগেশন, মিউজিক ও কল, একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ইত্যাদি।

সঙ্গে থাকুন ➥