HomeAutomobileDriving Licence: ড্রাইভিং লাইসেন্স পাবেন সহজেই, RTO-তে দিতে হবে না পরীক্ষা, জুন থেকেই নতুন নিয়ম

Driving Licence: ড্রাইভিং লাইসেন্স পাবেন সহজেই, RTO-তে দিতে হবে না পরীক্ষা, জুন থেকেই নতুন নিয়ম

ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে শুনলেই বেশিরভাগ ভারতীয়দের মধ্যে একটা ভীতি চেপে বসে। কাজকর্মের ব্যাঘাত ঘটিয়ে একাধিক দিন আরটিও অফিসে ছোটার ভয়। তাও নয় ঠিক আছে, প্রয়োজন মেটাতে আরটিও অফিসের যাবতীয় কাজ মেটানো হল। কিন্তু এখানেই তো শেষ নয়, লাইসেন্স হাতে পেতেও দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এই বিড়ম্বনা থেকে রেহাই কোথায়? কীভাবে সহজ পথে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে, বহুদিন ধরে এই দাবি করে এসেছে অসংখ্য গাড়ি ব্যবহারকারী।

ঘুরপথ এড়িয়ে যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায় সেজন্য অনেকেই ভুল পদ্ধতি অনুসরণ করেন। আমজনতার এই অসুবিধা দেখে ভারত সরকার এক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ করেছে। এবার থেকে আর কথায় কথায় আরটিও অফিস দৌড়াতে হবে না। ১ জুন, ২০২৪ থেকে দেশ জুড়ে নতুন নিয়ম জারি হচ্ছে।

সহজ হল ড্রাইভিং লাইসেন্স বানানো

নতুন নিয়ম অনুযায়ী, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিও’র পাশাপাশি এবারে কেউ চাইলেই কোন প্রাইভেট ট্রেনিং সেন্টার থেকেও ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে প্রাইভেট ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলিকে অথোরাইজেশন দেওয়ার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জুনের প্রথম দিনেই ড্রাইভিং লাইসেন্সের বৈধতা প্রদানে এই সমস্ত সেন্টারগুলির উদ্দেশ্যে নতুন শংসাপত্র জারি করবে সরকার। তবে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে। চলুন লাইসেন্সের জন্য কোন খাতে কত টাকা খরচ পড়বে জেনে নেওয়া যাক।

লাইসেন্সের জন্য চার্জ

লার্নার লাইসেন্স পেতে : ১৫০ টাকা
লার্নারের লাইসেন্স টেস্ট ফি : ৫০ টাকা
ড্রাইভিং টেস্ট ফি : ৩০০ টাকা
ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে : ২০০ টাকা
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করতে : ১,০০০ টাকা
লাইসেন্সে অন্য গাড়ি যোগ করার ফি : ৫০০ টাকা
ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে : ২০০ টাকা
ছাড় দেওয়া সময়সীমার পর ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে : ৩০০ টাকা + প্রতি বছরে ১,০০০ টাকা
ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার জন্য ডুপ্লিকেট লাইসেন্স ইস্যু : ৫,০০০ টাকা
লাইসেন্স কর্তৃপক্ষের অর্ডারের বিরুদ্ধে আবেদন ফি : ৫০০ টাকা
ঠিকানা ও অন্যান্য তথ্য পরিবর্তনের জন্য ফি : ২০০ টাকা

RELATED ARTICLES

আরও পড়ুন